মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত একটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করায় একটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে ) সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান। অভিযানে সার্বিক সহযোগিতা করে গজারিয়া থানা পুলিশ।
অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, গ্যাস একটি রাষ্ট্রীয় সম্পদ যা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমরা ধারাবাহিকভাবে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জসহ বাংলাদেশের যে সকল এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে সেখানে অভিযান চালাচ্ছি। আজকে গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় একটি অবৈধ চুনা কারাখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত সেভেন স্টার হাইওয়ে রেস্তোরাঁ এন্ড কাবাব হাউস নামে একটি রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে যা সামনে আরো জোরদার করা হবে'।
বিষয়টি সম্পর্কে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, 'অভিযানে একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কারখানাটিতে প্রতি মাসে অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকার গ্যাস ব্যবহার করা হতো। ইতিপূর্বে চারবার অবৈধ এই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল কিন্তু তারা অভিযানের পরপর কিভাবে যেন কারখানা আবার চালু করে ফেলে। কারখানার মালিককে খুঁজে পাওয়া না গেলেও আমরা জমি মালিককে খুঁজে পেয়েছি। তার বিরুদ্ধে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/নাজিম