উদ্ভূত যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে কম্বোডিয়ার অভ্যন্তরে সীমান্ত সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছে।
দূতাবাস জানায়, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সম্প্রতি সৃষ্ট সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে কম্বোডিয়ার অভ্যন্তরে সীমান্ত সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই এরই মধ্যে রাজধানী নমপেনে পৌঁছেছেন কিংবা আসার চেষ্টা করছেন।
যারা এখনো নমপেনে পৌঁছাতে পারেননি, তাদের স্থানীয় প্রশাসনের সহায়তায় যতদূর সম্ভব নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ জানিয়েছে দূতাবাস। দূতাবাস একটি হটলাইন (+৬৬৮১৮৭০৮৫৪৪১) চালু করেছে। যারা এসব এলাকা ছেড়ে যেতে চান, তাদেরকে এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের সহায়তায় নমপেনে বর্তমানে কনসুলার (শ্রম) ইউনিট অবস্থান করছে। নমপেনে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উদ্যোগে সাময়িকভাবে থাকা-খাওয়ার ব্যবস্থা, যাতায়াত ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চল থেকে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে আনতে এবং সুরক্ষার জন্য কম্বোডিয়ার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ