পুলিশি সেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছতে ডিএমপির ৫০টি থানায় শুরু হয়েছে ঘরে বসেই অনলাইনে জিডি সেবা। পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। ঢাকা মহানগর পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনলাইন জিডি করার নিয়ম
১. গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করুন বা অনলাইন জিডি পোর্টালে (gd.police.gov.bd) প্রবেশ করুন।
২. প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।
৩. নিবন্ধনের পর লগ ইন করে “নতুন জিডি আবেদন” অপশনে ক্লিক করুন।
৪. জিডির ধরন বেছে নিয়ে বিবরণ, স্থান, তারিখসহ সব তথ্য দিন।
৫. কোনো জিনিস হারিয়ে গেলে তার বিবরণ, সর্বশেষ কোথায় দেখা গেছে ইত্যাদি উল্লেখ করুন।
৬. ছবি বা প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলে আপলোড করুন।
৭. তথ্য যাচাই করে “জমা দিন” বাটনে ক্লিক করুন।
আপনার জিডির সর্বশেষ অবস্থা পোর্টালে লগ ইন করে জানা যাবে। প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যাবে।
ডিএমপি জানিয়েছে, অনলাইন জিডি করতে কোনো ফি লাগবে না। হারানো জিনিস বা ঘটনার বিবরণ স্পষ্টভাবে দিতে হবে এবং সঠিক মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে, যা পরবর্তী যোগাযোগে কাজে লাগবে।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        