গতকাল সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচক প্রায় স্থির ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। এদিন ডিএসইতে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের লেনদেন। ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ শূন্য দশমিক ২৯ পয়েন্ট কমেছে। তবে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে মোট ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৪ পয়েন্টে। লেনদেন হওয়া ৪০০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১০৯টির, কমেছে ২৩৩টির। অপরদিকে অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেনে শীর্ষে ছিল অগ্নি সিস্টেমের শেয়ার। ৩৩ কোটি টাকার লেনদেন হয় প্রতিষ্ঠানটির। ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় শীর্ষে ছিল তৌফিকা ফুড। ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় শীর্ষে ছিল গ্রামীণফোন।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩ পয়েন্ট কমে ১৬ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ২২৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত ছিল ২৬ কোম্পানির শেয়ার দর।