মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরির কাজে নিয়োজিত আউটসোর্সিং কোম্পানি আইরিশ কর্পোরেশন বারহাডের জেদ্দা অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গতকাল সোমবার পরিদর্শনকালে এমআরপি কার্যক্রমের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন তিনি। এসময় প্রতিমন্ত্রীর সাথে উপস্হিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দা কনসাল জেনারেল একেএম শহিদুল করিম, কাউন্সিলর মোকাম্মেল হোসেন।
পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এমআরপি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে হচ্ছে, তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এর সাথে জড়িত হয়ে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের এমআরপি দিতে সহায়তা করছে। বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট এবং আইরিশের সম্মিলিত প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক সিভিল এ্যাভিয়েশনের সময়সীমা ২৪ নভেম্বরের মধ্যে সকল প্রবাসীদের হাতে এমআরপি তথা মেশিন রিডেবল পাসপোর্ট পৌঁছে দেয়া সম্ভব হবে বলে তিনি সাংবাদিকদের আশ্বস্থ করেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, তিন মাস আগেও আমরা দুশ্চিন্তায় ছিলাম যথা সময়ে এমআরপি সম্পন্ন করার বিষয়ে। তবে তিনি আমেরিকা, মালয়েশিয়া এবং এখন সৌদি আরব এসে এমআরপি’র অগ্রগতিতে তিনি সস্তুষ্ট।
প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশিদের এমআরপি’র তৈরিতে উদ্বুদ্ধ করতে প্রবাসীদের সহযোগিতা আশা করেন মন্ত্রী। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, প্রবাসীদের জীবনমান উন্নয়নে সচেষ্ট তারা। সৌদি প্রতিনিধির সাথে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, সৌদি প্রবাসীদের সমস্যাসমূহ শীঘ্রই কেটে যাবে।
বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব