যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ ইন্ক’র একুশতম বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গদ সোমবার নিউইয়র্ক সিটির জ্যামাইকায় স্টার কাবার রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিপুলসংখ্যক প্রবাসীর অংশগ্রহণে এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আনোয়ার উদ্দিন। পবিত্র কুরআন তেলওয়াতসহ তিন পর্বের অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. এনামুল হক। মাহফিলে অভিবাসী, দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মুনাজাত করা হয়। নেতৃত্ব দেন সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ।
ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সংগঠনের ট্রাস্টিবোর্ড মেম্বার ফার্মাসিস্ট মো. আব্দুল আওয়াল সিদ্দিকী, সংগঠনের সাবেক সভাপতি ও ট্রাস্টিবোর্ড মেম্বার হাবিব রহমান হারুন, ট্রাস্টিবোর্ড মেম্বার মো. জাইদুল কবীর খান সারোয়ার, উপদেষ্টা শহীদুল হাসান, উপদেষ্টা মো: আ: রাজ্জাক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কাওরান বাজার ও স্টার কাবাব রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ ইলিয়াস খান।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে আরো ছিলেন সহ সভাপতি জয়ন্ত শর্মা বিশ্ব, সহ সভাপতি মীনা ইসলাম, সাধারণ সম্পাদক মো: এনামুল হক, সহ সাধারণ সম্পাদক জাবির হোসেন তাকবীর এবং মহিবুর রশিদ সুজন, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, প্রচার সম্পাদক ফয়সাল কবীর, সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীম, শিক্ষা সম্পাদক তানভীর রায়হান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার কিরণ, কার্যকরী সদস্য মো: আছির উদ্দিন, মো: সাইফুল ইসলাম সহ বিপুল সংখ্যক প্রবাসী কিশোরগঞ্জ জেলাবাসী।
ইফতার মাহফিল শেষে কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের একুশতম বার্ষিক চড়ইভাতি ১৪ জুলাই রবিবার টমাসবুল পার্কে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদকে প্রধান তত্ত্বাবধায়ক এবং মো: শহীদুল হাসানকে আহবায়ক ও মহিবুর রশিদ সুজনকে সদস্য সচিব করে একুশ সদস্যের চড়ুইভাতি কমিটি গঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল