আবেদনের পর ৩ মাস ধরে ঝুলে থাকা প্রায় ৭ হাজার পাসপোর্ট বই ইতিমধ্যে বাংলাদেশ থেকে বাহরাইনে পৌঁছেছে। এতে যারা চলতি বছরের ৮ এপ্রিলের পূর্বে আবেদন করেছেন কিছু ব্যতিক্রম ছাড়া তাদের সকলের পাসপোর্ট রয়েছে।
বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে সর্বোচ্ছ প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে বলে গতকাল মঙ্গলবার (৫ মে) জানিয়েছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।
দূতাবাস জানায়, ইতিপূর্বে পাসপোর্টগুলো আবেদনকারী বাংলাদেশিদের মধ্যে বিতরণের জন্য দেশটির বিভিন্ন ডাকঘরে হস্তান্তর করা হয়েছে। সবাইকে পাসপোর্টগুলো যথাযথ ব্যবস্থায় মোবাইলে ক্ষুদে বার্তা বা কলের মাধ্যমে বুঝিয়ে দেয়ার কাজ শুরু হয়েছে।
এ পাসপোর্টগুলো চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে বাহরাইন সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার সুবিধাসহ বিভিন্ন সংকট নিরসনে অত্যন্ত কাজে আসবে বলে জানান বাহরাইন প্রবাসী বাংলাদেশি কর্মীরা।
বিডি প্রতিদিন/ফারজানা