দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকের প্রেম্বা এলাকা থেকে বাংলাদেশি নুরুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। ১২ সেপ্টেম্বর বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত এ রেমিট্যান্সযোদ্ধার খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ নুরুল ইসলামের বাড়ি চট্টগ্রাম জেলার বাশঁখালী উপজেলায়।
তার ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, ভিসা সংক্রান্ত কাজের জন্য শনিবার ভাই তার গাড়ি নিয়ে নিকটস্থ সরকারি দফতরের উদ্দেশ্য যান। এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এই ব্যাপারে নিকটস্থ পুলিশ স্টেশনে অভিযোগ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল