১৩ জানুয়ারি, ২০২১ ১২:১০

টরেন্টোতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের অঙ্গীকার

আহসান রাজীব বুলবুল, কানাডা

টরেন্টোতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের অঙ্গীকার

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টরেন্টোতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের অঙ্গীকার করেছে প্রবাসী সংগঠন কানাডার অন্টারিও আওয়ামী লীগ।

কানাডার স্থানীয় সময় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবাসী সংগঠন অন্টারিও আওয়ামী লীগ এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেন।

সভার শুরুতে বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিও, কানাডা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাডাস্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান। অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী বিপ্লব। 

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনায় অংশগ্রহণ করেন বিশেষ অতিথি ড. মোজাম্মেল খান, ড. আব্দুল আউয়াল, কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান, তোফাজ্জল আলী, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিলু, যুগ্ম সম্পাদক নীরু চাকলাদার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ূন কবির। 

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল করিম, গোলাম সারোয়ার, আবু হেনা কোরাইশী, রাধিকা রঞ্জন চৌধুরী, জামাল উদ্দিন নান্নু, যুগ্ম সম্পাদক জগলুল হক, আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসমত আরা জুই, আন্তর্জাতিক সম্পাদক হাসনা হাসান, দপ্তর সম্পাদক খালেদ শামীম, কোষাধ্যক্ষ মনজুরুল করিম রুবেল, কান্তি মাহমুদ প্রমুখ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর