বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রী (আন্ডার সেক্রেটারি ফর পলিটিকাল এ্যাফেয়ার্স) ড. শেখ আব্দুল্লাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খলিফার সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে অনুষ্ঠিত ওআইসি (OIC) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের (CFM) ৫০তম কাউন্সিল সেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস।
সৌজন্যমূলক এ বৈঠকের শুরুতেই বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রী ড. শেখ আব্দুলাহ বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট এবং ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ২৯-৩০ আগস্ট ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে অনুষ্ঠিত ওআইসি (OIC) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের (CFM) ৫০তম কাউন্সিল সেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাহরাইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপমন্ত্রী ড. শেখ আব্দুলাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খালিফা।
বিডি প্রতিদিন/হিমেল