বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পেশাদার লিগে পর্যাপ্ত নিরাপত্তা

ক্রীড়া প্রতিবেদক

জঙ্গি হামলা নিয়ে পুরো দেশ সতর্ক। ক্রীড়াঙ্গনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে ইংলিশরা আসবে কিনা তা নিশ্চিত নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ইংল্যান্ড দলকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। আশা করি এখনকার পরিবেশ পাল্টে যাবে তাতে ইংল্যান্ড দলের আসতে সমস্যা হবে না। এই মুহূর্তে ঢাকায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ নেই। ৬ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের প্লে-অফ ম্যাচ হবে। তবে চলতি মাস থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলে মেগা আসর পেশাদার লিগ। অন্যবারের তুলনায় এবারে লিগে ব্যতিক্রমী দেখা যাবে। ঢাকা ছাড়াও ছয়টি ভেন্যুতে ম্যাচ হবে। আসর জমাতে কনসার্টেরও আয়োজন করা হচ্ছে। বিখ্যাত শিল্পী মমতাজকে পেশাদার লিগের শুভেচ্ছা দূত করা ছাড়া পাঁচ বছরের জন্য লিগের স্বত্ব কিনে নিয়েছে সাইফ পাওয়ারটেক। প্রতিবছর প্রতিষ্ঠানটি বাফুফেকে ৪ কোটি টাকা দেবে। লিগ এবার জমবে অনেকে আশা করছেন। লিগে নিরাপত্তার ব্যাপারটিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। যেসব ভেন্যুতে লিগ হবে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হবে। কীভাবে নিরাপত্তা দেওয়া হবে তা নিয়ে বাফুফে বা সাইফ পাওয়ারটেক আলোচনায় বসবে।

সর্বশেষ খবর