জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে দিনাজপুর ও সিরাজগঞ্জে বেশ উত্তেজনা ছড়িয়েছিল। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল দেখতে দুই জেলার ফুটবলপ্রেমীরাই এসেছিলেন। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিয়ে বাড়ি ফিরেছেন দিনাজপুরের সমর্থকরা। গতকাল ফাইনালে ৩-২ গোলে সিরাজগঞ্জকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় দিনাজপুর।
ঢাকার মাঠে খেলা ফুটবলারদের নিয়ে শক্তিশালী দল গড়েছিল দিনাজপুর। এই দলে প্রথম বিভাগ ফুটবলের ৭ জন খেলোয়াড় আছেন। অন্যদিকে সিরাজগঞ্জে ঢাকার মাঠে খেলা ফুটবলারের অভাব ছিল। তবে ম্যাচে এর প্রভাব খুব কমই চোখে পড়েছে। দুই দলই খেলেছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। ম্যাচের ১৩ মিনিটে সাগর মোহন্তের গোলে এগিয়ে যায় দিনাজপুর। এরপর ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দিনাজপুরের প্রদীপ সোরেন। ২-০ গোলে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি সিরাজগঞ্জ। ৬২ মিনিটে উজ্জল হোসেনের গোলে ব্যবধান কমায় তারা। এরপর যোগ করা সময়ে (৯০+২) মাহবুব আলমের গোলে সমতায় ফেরে। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এবার দিনাজপুরের সঙ্গে পাল্লা দিতে পারেনি সিরাজগঞ্জ। ম্যাচের ১০২ মিনিটে ইয়াসিন আলির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিনাজপুর।
সারা দেশের তৃণমূল পর্যায় থেকে ফুটবলার সংগ্রহের লক্ষ্যে এ টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে ৪৩ জন ফুটবলারকে বাছাই করা হয়েছে। তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য বাফুফে এলিট একাডেমির সঙ্গে যুক্ত করা হবে। ভবিষ্যতে এভাবেই সাপ্লাই লাইনে ফুটবলারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি এবং টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী (হ্যাপি)।