টি-২০ ক্রিকেটে বাংলাদেশের ফেরিওয়ালা- সাকিব আল হাসান। বিশ্বের সেলিব্রেটি সব লিগেই খেলেছেন- সিপিএল (ক্যারিবিয়ান ক্রিকেট লিগ), বিগ-ব্যাশ কিংবা আইপিএল! দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেকে আলাদাভাবে তুলে ধরতেও সমর্থ হয়েছেন। বিপিএলেও মাতিয়ে দিয়েছেন আগের আসরগুলোতে। কিন্তু এবার চেনাই যাচ্ছিল না সাকিবকে। ঘরের মাঠে প্রথম সাত ম্যাচে তাকে স্বমহিমায় দেখা যায়নি। ভক্তদের টেনশনও বেড়ে যাচ্ছিল। অবশেষে চেনা রূপে দেখা গেল সাকিবকে। অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ঢাকা ডায়নামাইটসকে দারুণ এক জয় উপহার দিলেন। সেই সঙ্গে এই আসরে প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কার পেলেন সাকিব। ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৪১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন এক উইকেট।
অফ-ফর্মে ছিলেন এমন কথা মানতে রাজি নন ডায়নামাইটসের দলপতি, ‘রান আর উইকেটে যদি দেখেন তাহলে পারফরম্যান্সটা মনে হবে না। প্রথম কথা হচ্ছে আমি কয়টা ম্যাচ ব্যাটিং করেছি? কয়টা ম্যাচে খেলার সুযোগ ছিল? সেটা গুরুত্বপূর্ণ। কতটুকু আমি খেলতে পেরেছি সেটা গুরুত্বপূর্ণ। আমি কয়টা উইকেট পেয়েছি...উইকেট পাওয়া না পাওয়া পুরোটাই ভাগ্যের ব্যাপার। কখনো কেউ বলতে পারবে না সে আজকে তিন উইকেট নেবে চার উইকেট নেবে। এটা পুরোটাই ভাগ্যের ব্যাপার।’
সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে কাল ১৭০ রানের বড় পুঁজি পায় ঢাকা। লক্ষ্য তাড়া করতে নেমে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানস মাত্র ১৩৮ রানেই গুটিয়ে দেয়। ৩২ রানের দারুণ এক জয়। দুই প্রথম দেখাতেও ৩৩ রানে জয় পেয়েছিল সাকিবের দল। এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেল ডায়নামাইটস। সাকিবের টার্গেট এবার ঢাকাকে চ্যাম্পিয়ন করা, ‘এবার বিপিএলের টার্গেট ফাইনাল খেলা, পারলে চ্যাম্পিয়ন হওয়া।’বিপিএলের প্রথম আসরে সিরিজ সেরা হয়ে গাড়ি জিতেছিলেন সাকিব। এবার সেরা হওয়ার দৌঁড়ে অনেকটাই পিছিয়ে। কিন্তু কাল রসিকতা করে বলেন, ‘গাড়ি-টাড়িও দেখা যাচ্ছে না। গাড়ি না থাকলে ম্যান অব দ্য সিরিজ হয়ে লাভ কি?’ তারপর সিরিয়াস হয়ে বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য থাকে অনেক সময়। কিন্তু একটা সময় একটা পর্যায়ে গিয়ে ওগুলো অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না। গুরুত্বপূর্ণ হচ্ছে, দলের প্রয়োজনে কতটা সহযোগিতা করা যায়। ট্রফি জেতা যায়। চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আর কোনো লক্ষ্য নেই।’
সাকিব মনে করেন, এবারের আসরে সবচেয়ে ভয়ঙ্কর দল ঢাকা ডায়নামাইটস। দলের সবাই যদি ভালো খেলে ঢাকাকে কেউ হারাতে পারবে না। সাকিব বলেন, ‘সবাই যদি সবার খেলাটা খেলতে পারে তাহলে আমাদের বিট করা খুব কঠিন।’
অন্য যেকোনো আসরের চেয়ে এবারের আসরটা প্রতিদ্বন্দ্ব্বিতাপূর্ণ হচ্ছে। তবে ভিক্টোরিয়ানসের ক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন। আট ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। গতকালকের আগে তবু ক্ষীণ একটা সম্ভাবনা ছিল। কিন্তু টিম টিম করে জ্বলতে থাকা আশার প্রদ্বীপটা যেন দমকা হওয়ায় নিভে গেছে। বর্তমান চ্যাম্পিয়ন দলটি কিনা বিপিএল জমে উঠার আগেই লড়াই থেকে ছিটকে গেছে। কুমিল্লাকে শুরু থেকেই ভোগাচ্ছে তাদের নড়েবড়ে ব্যাটিং লাইনআপ। এবার লিগে যেখানে স্থানীয় ব্যাটসম্যানরা বাজিমাত করে দিচ্ছেন সেখানে কুমিল্লার ব্যাটসম্যানরা আরও খোলসে বন্দী হয়ে পড়ছেন। বিদেশিদের ব্যাটও ক্লিক করছে না। মাশরাফির ক্যাপ্টেন্সির জাদুও আর কাজ দিচ্ছে না।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ডায়নামাইটস : ২০ ওভারে ১৭০/৪, কুমিল্লা ভিক্টোরিয়ানস : ২০ ওভারে ১৩৮/৮
রাজশাহী কিংস : ২০ ওভারে ১৫৪/৮, খুলনা টাইটানস : ২০ ওভারে ১৪৫/৬