এখনো অবশ্য চূড়ান্তভাবে বলার সময় আসেনি। তবে হ্যামিল্টনের সিডন পার্কে ম্যাচের দ্বিতীয়দিনেই নিয়ন্ত্রণ চলে গেছে নিউজিল্যান্ডের হাতে! কিউদের প্রথম ইনিংস ২৭১ রানেই থামিয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু কে জানতো, এরচেয়ে বড় চমক অপেক্ষা করছে আজহার আলিদের জন্য! গতকাল ম্যাচের দ্বিতীয়দিনে ৭৬ রান তুলতেই হারিয়েছে ৫টি উইকেট।