টেস্ট খেলার মতো পুরোপুরি ফিট নন বলে ঐতিহাসিক হায়দরাবাদ টেস্টে খেলেননি মুস্তাফিজুর রহমান। ভারত না গেলেও মুস্তাফিজকে বিসিএলে খেলতে পরামর্শ দেন নির্বাচক প্যানেল। বিসিএলে খেলে নিজের ফিটনেস প্রমাণিত করেন। ফলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাকে নিয়ে আলাদা করে ভাবছে নির্বাচক প্যানেল। তাহলে কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফিরছেন কাটার মাস্টার? ক্রিকেট পাড়ায় জোর আলোচনা, নির্বাচক প্যানেল মুস্তাফিজকে চাইছেন টেস্ট সিরিজে। কিন্তু বিসিবি সভাপতি চাইছেন, শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট না হলে এখনই যেন টেস্ট না খেলায় মুস্তাফিজকে। যদি সমীকরণ এমন হয়, তাহলে শ্রীলঙ্কা সফরে শুধু ওয়ানডে ও টি-২০ খেলতে দেখা যেতে পারে ‘বিস্ময়কর’ বোলারকে। দুই টেস্ট, তিন ওযানডে ও দুটি টি-২০ খেলতে বাংলাদেশ ২৭ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে। টাইগারদের সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড এর মধ্যেই জমা দিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল। তাতে বেশ কয়েকটি পরিবর্তন থাকতে পারে। ফিরতে পারেন পেস বোলার রুবেল হোসেন। ফিরতে পারেন শুভাগত হোমও। ফিটনেসের জন্য বাদ পড়তে পারেন ইমরুল কায়েশ। ২০১৭ সালকে বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের সোনালি বছর। এ বছর ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলেছে বাংলাদেশ। কলম্বোতে খেলবে ক্রিকেট ইতিহাসের নিজেদের ১০০ নম্বর টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টটি শুরু ১৫ মার্চ। সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলন শুরু ২৩ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বলে একদিন এগিয়ে আনা হচ্ছে অনুশীলন। টাইগারদের বছর শুরু নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০-এর সবগুলো ম্যাচই হারে। কিন্তু আত্মবিশ্বাসী ক্রিকেট খেলে নিউজিল্যান্ড সফরে। এরপর হায়দরাবাদে খেলে ঐতিহাসিক টেস্ট। পাঁচ দিন পর্যন্ত লড়াই করে বাংলাদেশ। যদিও একমাত্র টেস্টের ব্যবধান ছিল বড়। ভারতের বিপক্ষে টেস্ট খেলার রেশ ফুরিয়ে যাওয়ার আগে লঙ্কান মিশন শুরু হচ্ছে টাইগারদের। সফরে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কা সফর করেছিল টাইগাররা। সেবার একটি টেস্ট ড্র ও ওয়ানডে সিরিজ ড্র করেছিল। এবার ৭-১১ মার্চ প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট খেলবে ১৫-১৯ মার্চ। দ্বিতীয় টেস্ট ম্যাচই বাংলাদেশের ১০০ নম্বর টেস্ট। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল টাইগাররা।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
ফিরতে পারেন রুবেল-শুভাগত
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর