টেস্ট খেলার মতো পুরোপুরি ফিট নন বলে ঐতিহাসিক হায়দরাবাদ টেস্টে খেলেননি মুস্তাফিজুর রহমান। ভারত না গেলেও মুস্তাফিজকে বিসিএলে খেলতে পরামর্শ দেন নির্বাচক প্যানেল। বিসিএলে খেলে নিজের ফিটনেস প্রমাণিত করেন। ফলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাকে নিয়ে আলাদা করে ভাবছে নির্বাচক প্যানেল। তাহলে কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফিরছেন কাটার মাস্টার? ক্রিকেট পাড়ায় জোর আলোচনা, নির্বাচক প্যানেল মুস্তাফিজকে চাইছেন টেস্ট সিরিজে। কিন্তু বিসিবি সভাপতি চাইছেন, শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট না হলে এখনই যেন টেস্ট না খেলায় মুস্তাফিজকে। যদি সমীকরণ এমন হয়, তাহলে শ্রীলঙ্কা সফরে শুধু ওয়ানডে ও টি-২০ খেলতে দেখা যেতে পারে ‘বিস্ময়কর’ বোলারকে। দুই টেস্ট, তিন ওযানডে ও দুটি টি-২০ খেলতে বাংলাদেশ ২৭ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে। টাইগারদের সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড এর মধ্যেই জমা দিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল। তাতে বেশ কয়েকটি পরিবর্তন থাকতে পারে। ফিরতে পারেন পেস বোলার রুবেল হোসেন। ফিরতে পারেন শুভাগত হোমও। ফিটনেসের জন্য বাদ পড়তে পারেন ইমরুল কায়েশ। ২০১৭ সালকে বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের সোনালি বছর। এ বছর ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলেছে বাংলাদেশ। কলম্বোতে খেলবে ক্রিকেট ইতিহাসের নিজেদের ১০০ নম্বর টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টটি শুরু ১৫ মার্চ। সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলন শুরু ২৩ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বলে একদিন এগিয়ে আনা হচ্ছে অনুশীলন। টাইগারদের বছর শুরু নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০-এর সবগুলো ম্যাচই হারে। কিন্তু আত্মবিশ্বাসী ক্রিকেট খেলে নিউজিল্যান্ড সফরে। এরপর হায়দরাবাদে খেলে ঐতিহাসিক টেস্ট। পাঁচ দিন পর্যন্ত লড়াই করে বাংলাদেশ। যদিও একমাত্র টেস্টের ব্যবধান ছিল বড়। ভারতের বিপক্ষে টেস্ট খেলার রেশ ফুরিয়ে যাওয়ার আগে লঙ্কান মিশন শুরু হচ্ছে টাইগারদের। সফরে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কা সফর করেছিল টাইগাররা। সেবার একটি টেস্ট ড্র ও ওয়ানডে সিরিজ ড্র করেছিল। এবার ৭-১১ মার্চ প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট খেলবে ১৫-১৯ মার্চ। দ্বিতীয় টেস্ট ম্যাচই বাংলাদেশের ১০০ নম্বর টেস্ট। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল টাইগাররা।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
ফিরতে পারেন রুবেল-শুভাগত
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর