টেস্ট খেলার মতো পুরোপুরি ফিট নন বলে ঐতিহাসিক হায়দরাবাদ টেস্টে খেলেননি মুস্তাফিজুর রহমান। ভারত না গেলেও মুস্তাফিজকে বিসিএলে খেলতে পরামর্শ দেন নির্বাচক প্যানেল। বিসিএলে খেলে নিজের ফিটনেস প্রমাণিত করেন। ফলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাকে নিয়ে আলাদা করে ভাবছে নির্বাচক প্যানেল। তাহলে কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফিরছেন কাটার মাস্টার? ক্রিকেট পাড়ায় জোর আলোচনা, নির্বাচক প্যানেল মুস্তাফিজকে চাইছেন টেস্ট সিরিজে। কিন্তু বিসিবি সভাপতি চাইছেন, শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট না হলে এখনই যেন টেস্ট না খেলায় মুস্তাফিজকে। যদি সমীকরণ এমন হয়, তাহলে শ্রীলঙ্কা সফরে শুধু ওয়ানডে ও টি-২০ খেলতে দেখা যেতে পারে ‘বিস্ময়কর’ বোলারকে। দুই টেস্ট, তিন ওযানডে ও দুটি টি-২০ খেলতে বাংলাদেশ ২৭ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে। টাইগারদের সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড এর মধ্যেই জমা দিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল। তাতে বেশ কয়েকটি পরিবর্তন থাকতে পারে। ফিরতে পারেন পেস বোলার রুবেল হোসেন। ফিরতে পারেন শুভাগত হোমও। ফিটনেসের জন্য বাদ পড়তে পারেন ইমরুল কায়েশ। ২০১৭ সালকে বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের সোনালি বছর। এ বছর ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলেছে বাংলাদেশ। কলম্বোতে খেলবে ক্রিকেট ইতিহাসের নিজেদের ১০০ নম্বর টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টটি শুরু ১৫ মার্চ। সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলন শুরু ২৩ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বলে একদিন এগিয়ে আনা হচ্ছে অনুশীলন। টাইগারদের বছর শুরু নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০-এর সবগুলো ম্যাচই হারে। কিন্তু আত্মবিশ্বাসী ক্রিকেট খেলে নিউজিল্যান্ড সফরে। এরপর হায়দরাবাদে খেলে ঐতিহাসিক টেস্ট। পাঁচ দিন পর্যন্ত লড়াই করে বাংলাদেশ। যদিও একমাত্র টেস্টের ব্যবধান ছিল বড়। ভারতের বিপক্ষে টেস্ট খেলার রেশ ফুরিয়ে যাওয়ার আগে লঙ্কান মিশন শুরু হচ্ছে টাইগারদের। সফরে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কা সফর করেছিল টাইগাররা। সেবার একটি টেস্ট ড্র ও ওয়ানডে সিরিজ ড্র করেছিল। এবার ৭-১১ মার্চ প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট খেলবে ১৫-১৯ মার্চ। দ্বিতীয় টেস্ট ম্যাচই বাংলাদেশের ১০০ নম্বর টেস্ট। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল টাইগাররা।
শিরোনাম
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি