টেস্ট খেলার মতো পুরোপুরি ফিট নন বলে ঐতিহাসিক হায়দরাবাদ টেস্টে খেলেননি মুস্তাফিজুর রহমান। ভারত না গেলেও মুস্তাফিজকে বিসিএলে খেলতে পরামর্শ দেন নির্বাচক প্যানেল। বিসিএলে খেলে নিজের ফিটনেস প্রমাণিত করেন। ফলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাকে নিয়ে আলাদা করে ভাবছে নির্বাচক প্যানেল। তাহলে কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফিরছেন কাটার মাস্টার? ক্রিকেট পাড়ায় জোর আলোচনা, নির্বাচক প্যানেল মুস্তাফিজকে চাইছেন টেস্ট সিরিজে। কিন্তু বিসিবি সভাপতি চাইছেন, শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট না হলে এখনই যেন টেস্ট না খেলায় মুস্তাফিজকে। যদি সমীকরণ এমন হয়, তাহলে শ্রীলঙ্কা সফরে শুধু ওয়ানডে ও টি-২০ খেলতে দেখা যেতে পারে ‘বিস্ময়কর’ বোলারকে। দুই টেস্ট, তিন ওযানডে ও দুটি টি-২০ খেলতে বাংলাদেশ ২৭ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে। টাইগারদের সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড এর মধ্যেই জমা দিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল। তাতে বেশ কয়েকটি পরিবর্তন থাকতে পারে। ফিরতে পারেন পেস বোলার রুবেল হোসেন। ফিরতে পারেন শুভাগত হোমও। ফিটনেসের জন্য বাদ পড়তে পারেন ইমরুল কায়েশ। ২০১৭ সালকে বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের সোনালি বছর। এ বছর ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলেছে বাংলাদেশ। কলম্বোতে খেলবে ক্রিকেট ইতিহাসের নিজেদের ১০০ নম্বর টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টটি শুরু ১৫ মার্চ। সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলন শুরু ২৩ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বলে একদিন এগিয়ে আনা হচ্ছে অনুশীলন। টাইগারদের বছর শুরু নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০-এর সবগুলো ম্যাচই হারে। কিন্তু আত্মবিশ্বাসী ক্রিকেট খেলে নিউজিল্যান্ড সফরে। এরপর হায়দরাবাদে খেলে ঐতিহাসিক টেস্ট। পাঁচ দিন পর্যন্ত লড়াই করে বাংলাদেশ। যদিও একমাত্র টেস্টের ব্যবধান ছিল বড়। ভারতের বিপক্ষে টেস্ট খেলার রেশ ফুরিয়ে যাওয়ার আগে লঙ্কান মিশন শুরু হচ্ছে টাইগারদের। সফরে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কা সফর করেছিল টাইগাররা। সেবার একটি টেস্ট ড্র ও ওয়ানডে সিরিজ ড্র করেছিল। এবার ৭-১১ মার্চ প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট খেলবে ১৫-১৯ মার্চ। দ্বিতীয় টেস্ট ম্যাচই বাংলাদেশের ১০০ নম্বর টেস্ট। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল টাইগাররা।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে