টেস্ট খেলার মতো পুরোপুরি ফিট নন বলে ঐতিহাসিক হায়দরাবাদ টেস্টে খেলেননি মুস্তাফিজুর রহমান। ভারত না গেলেও মুস্তাফিজকে বিসিএলে খেলতে পরামর্শ দেন নির্বাচক প্যানেল। বিসিএলে খেলে নিজের ফিটনেস প্রমাণিত করেন। ফলে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তাকে নিয়ে আলাদা করে ভাবছে নির্বাচক প্যানেল। তাহলে কি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফিরছেন কাটার মাস্টার? ক্রিকেট পাড়ায় জোর আলোচনা, নির্বাচক প্যানেল মুস্তাফিজকে চাইছেন টেস্ট সিরিজে। কিন্তু বিসিবি সভাপতি চাইছেন, শারীরিক ও মানসিকভাবে শতভাগ ফিট না হলে এখনই যেন টেস্ট না খেলায় মুস্তাফিজকে। যদি সমীকরণ এমন হয়, তাহলে শ্রীলঙ্কা সফরে শুধু ওয়ানডে ও টি-২০ খেলতে দেখা যেতে পারে ‘বিস্ময়কর’ বোলারকে। দুই টেস্ট, তিন ওযানডে ও দুটি টি-২০ খেলতে বাংলাদেশ ২৭ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে। টাইগারদের সফর শুরু হবে টেস্ট সিরিজ দিয়ে। টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড এর মধ্যেই জমা দিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল। তাতে বেশ কয়েকটি পরিবর্তন থাকতে পারে। ফিরতে পারেন পেস বোলার রুবেল হোসেন। ফিরতে পারেন শুভাগত হোমও। ফিটনেসের জন্য বাদ পড়তে পারেন ইমরুল কায়েশ। ২০১৭ সালকে বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের সোনালি বছর। এ বছর ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলেছে বাংলাদেশ। কলম্বোতে খেলবে ক্রিকেট ইতিহাসের নিজেদের ১০০ নম্বর টেস্ট। শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টটি শুরু ১৫ মার্চ। সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলন শুরু ২৩ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বলে একদিন এগিয়ে আনা হচ্ছে অনুশীলন। টাইগারদের বছর শুরু নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০-এর সবগুলো ম্যাচই হারে। কিন্তু আত্মবিশ্বাসী ক্রিকেট খেলে নিউজিল্যান্ড সফরে। এরপর হায়দরাবাদে খেলে ঐতিহাসিক টেস্ট। পাঁচ দিন পর্যন্ত লড়াই করে বাংলাদেশ। যদিও একমাত্র টেস্টের ব্যবধান ছিল বড়। ভারতের বিপক্ষে টেস্ট খেলার রেশ ফুরিয়ে যাওয়ার আগে লঙ্কান মিশন শুরু হচ্ছে টাইগারদের। সফরে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কা সফর করেছিল টাইগাররা। সেবার একটি টেস্ট ড্র ও ওয়ানডে সিরিজ ড্র করেছিল। এবার ৭-১১ মার্চ প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট খেলবে ১৫-১৯ মার্চ। দ্বিতীয় টেস্ট ম্যাচই বাংলাদেশের ১০০ নম্বর টেস্ট। ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল টাইগাররা।
শিরোনাম
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস