শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এশিয়ান ট্যুরের পর কুর্মিটোলায় পিজিআই ট্যুর

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা বাংলাদেশ ওপেন শেষ হওয়ার এখনো এক মাস হয়নি। এরই মধ্যে কুর্মিটোলা গলফ কোর্সে আরেকটি মেগা টুর্নামেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে— বিটিআই ওপেন ২০১৭। এশিয়ান ট্যুরের পর এবার পিজিটিআই (প্রোফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া) ট্যুর। ২৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টটি শুরু হবে, চলবে ২ মার্চ পর্যন্ত। অস্ট্রেলিয়ায় থাকায় এই টুর্নামেন্টে খেলতে পারছেন না দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। তবে ভারতের তারকা গলফাররা খেলবেন।  চার দিনের এই টুর্নামেন্টের প্রাইজমানি ৪০ লাখ রুপি। অংশগ্রহণ করবেন উপমহাদেশের ১২০ জন গলফার। এর মধ্যে ভারতের ৬০ জন এবং বাংলাদেশের ৫৭ জন। পিজিটিআই ওপেনে দুবারের শিরোপা জয়ী বাংলাদেশের তারকা গলফার জামাল হোসেন মোল্লা খেলবেন। কুর্মিটোলা গলফ কোর্সের তারকা খেলোয়াড় দুলাল হোসেনও রয়েছেন। এছাড়া ভারতীয় তারকা গলফার অজিতেজ সাধু ও শামীম খান খেলবেন মেগা এই টুর্নামেন্টে। খেলবেন শ্রীলঙ্কান তারকা মিথুন পেরেরাও। বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে পিজিটিআই ট্যুরের এই টুর্নামেন্ট। তবে বিটিআই দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে। আয়োজন করছে বাংলাদেশ প্রোফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ)।

সর্বশেষ খবর