বিশ্বকাপের তৃতীয় শিরোপা জিততে প্রস্তুত আর্জেন্টিনা। প্রস্তুত লিওনেল মেসিরাও। শিরোপা উৎসবে মাততে সামর্থ্যের সবটুকু উজার করে দিচ্ছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। নীল-সাদা জার্সিধারীদের জন্য দলটির ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই রাশিয়ায় খাবার পাঠিয়ে দিয়েছে। মেসিরা যদিও পা রাখেননি রাশিয়ায়। ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা যদিও এখন পর্যন্ত পা রাখেনি রাশিয়া। দলটি ক্যাম্প করবে মস্কো থেকে ২৫ কিলোমিটার দূরের শহর ব্রোনিিসতে। সেখানেই এরই মধ্যে ৩ টন খাবার পাঠিয়ে দিয়েছে। কী রয়েছে খাবারের তালিকায়? আর্জেন্টিনার প্রচলিত প্রায় সব খাবারই নিয়ে এসেছে দলটি। তালিকায় রয়েছে গরু, শুয়োর, সেদ্ধ করা কনডেন্সড দুধ। রান্না করার জন্য পাচকও এসেছেন ব্রোনিিসতে।