সেমিফাইনাল খেলতে পারছে না বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে টানা চার আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল লাল-সবুজের দল। তবু কোচ জেমি ডে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট। বললেন, সব জায়গাতেই আমি উন্নতি দেখছি। আফসোস বলতে দুই ম্যাচ জিতেও সেমিফাইনাল না খেলতে পারা। নেপালের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশ শেষ চারে জায়গা করে নিত। তা আর হলো কই? ২-০ গোলে হেরে ঘরের মাঠে সেমিফাইনাল ও ফাইনালে দর্শক হয়ে বসে থাকতে হবে জামালদের। অথচ গতকাল ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত সমানতালে লড়ে বাংলাদেশ। কিন্তু ৩২ মিনিটে গোলরক্ষক সহিদুল আলম সোহেলের হাস্যকর ভুলে গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে জেমির শিষ্যরা। পরে আর সমতা ফেরাতে পারেনি। স্বাভাবিকভাবে কাল ম্যাচ শেষে কোচের কাছে প্রশ্ন ছিল, দলে নির্ভরযোগ্য গোলরক্ষক থাকার পরও কেন সোহেলকে খেলানো হলো। কোচ স্বীকারও করেছেন, বাজেভাবে গোল খাওয়ায় ম্যাচে প্রভাব পড়েছে। কিন্তু এমন ভুল সোহেল প্রথম করলেন, তা নয়। কিছুদিন আগে নীলফামারীতে বসুন্ধরা কিংস হোম ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাজে গোল খেয়ে বাংলাদেশকে হারান তিনি। এরপরও সোহেলকে বার বার কেন সেরা একাদশে সুযোগ দেওয়া হচ্ছে। আশরাফুল রানাকে খেলানো হয়নি কেন? উত্তর যেন তৈরিই ছিল জেমির, ‘এশিয়ান গেমসে রানাও অনেক ভুল করেছে। আজ রানা থাকলেও হয়তো সে একই ভুল করত। সুতরাং সোহেলকে নামানোটা আমার ভুল ছিল না। একটা ভুল হতেই পারে। তাই বলে কাউকে দোষ দেওয়া ঠিক হবে না। বাংলাদেশ ঘরের মাঠে সাফ থেকে বিদায় নেওয়ায় দর্শকরা হতাশায় ভেঙে পড়েছেন। এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলব, হুট করে ফুটবলে পরিবর্তন সম্ভব নয়। এর জন্য সময় ও পরিকল্পনা দরকার।
শিরোনাম
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
- সোনারগাঁয়ে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
- মারা গেলেন হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- গুঞ্জনের ইতি টেনে পুরোনো ঠিকানায় নিকো
- গোপালগঞ্জে কমিটি ঘোষণার পর এনসিপি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ
- ২০০৮ সালের অবৈধ নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : দুলু
- মুরাদনগরে হত্যাকাণ্ড; ২ দিনেও নেই মামলা-গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ
- হাসপাতালে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল ডাকাত, স্ত্রী গ্রেফতার
- এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয় : জ্বালানি উপদেষ্টা
- ১৯৭৪ সালের চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিরিয়া
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৮৭
- রাজধানীতে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার