সেমিফাইনাল খেলতে পারছে না বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে টানা চার আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল লাল-সবুজের দল। তবু কোচ জেমি ডে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট। বললেন, সব জায়গাতেই আমি উন্নতি দেখছি। আফসোস বলতে দুই ম্যাচ জিতেও সেমিফাইনাল না খেলতে পারা। নেপালের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশ শেষ চারে জায়গা করে নিত। তা আর হলো কই? ২-০ গোলে হেরে ঘরের মাঠে সেমিফাইনাল ও ফাইনালে দর্শক হয়ে বসে থাকতে হবে জামালদের। অথচ গতকাল ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত সমানতালে লড়ে বাংলাদেশ। কিন্তু ৩২ মিনিটে গোলরক্ষক সহিদুল আলম সোহেলের হাস্যকর ভুলে গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে জেমির শিষ্যরা। পরে আর সমতা ফেরাতে পারেনি। স্বাভাবিকভাবে কাল ম্যাচ শেষে কোচের কাছে প্রশ্ন ছিল, দলে নির্ভরযোগ্য গোলরক্ষক থাকার পরও কেন সোহেলকে খেলানো হলো। কোচ স্বীকারও করেছেন, বাজেভাবে গোল খাওয়ায় ম্যাচে প্রভাব পড়েছে। কিন্তু এমন ভুল সোহেল প্রথম করলেন, তা নয়। কিছুদিন আগে নীলফামারীতে বসুন্ধরা কিংস হোম ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাজে গোল খেয়ে বাংলাদেশকে হারান তিনি। এরপরও সোহেলকে বার বার কেন সেরা একাদশে সুযোগ দেওয়া হচ্ছে। আশরাফুল রানাকে খেলানো হয়নি কেন? উত্তর যেন তৈরিই ছিল জেমির, ‘এশিয়ান গেমসে রানাও অনেক ভুল করেছে। আজ রানা থাকলেও হয়তো সে একই ভুল করত। সুতরাং সোহেলকে নামানোটা আমার ভুল ছিল না। একটা ভুল হতেই পারে। তাই বলে কাউকে দোষ দেওয়া ঠিক হবে না। বাংলাদেশ ঘরের মাঠে সাফ থেকে বিদায় নেওয়ায় দর্শকরা হতাশায় ভেঙে পড়েছেন। এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলব, হুট করে ফুটবলে পরিবর্তন সম্ভব নয়। এর জন্য সময় ও পরিকল্পনা দরকার।
শিরোনাম
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
রানার বদলে সোহেল কেন?
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর