সেমিফাইনাল খেলতে পারছে না বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে টানা চার আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল লাল-সবুজের দল। তবু কোচ জেমি ডে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট। বললেন, সব জায়গাতেই আমি উন্নতি দেখছি। আফসোস বলতে দুই ম্যাচ জিতেও সেমিফাইনাল না খেলতে পারা। নেপালের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশ শেষ চারে জায়গা করে নিত। তা আর হলো কই? ২-০ গোলে হেরে ঘরের মাঠে সেমিফাইনাল ও ফাইনালে দর্শক হয়ে বসে থাকতে হবে জামালদের। অথচ গতকাল ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত সমানতালে লড়ে বাংলাদেশ। কিন্তু ৩২ মিনিটে গোলরক্ষক সহিদুল আলম সোহেলের হাস্যকর ভুলে গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে জেমির শিষ্যরা। পরে আর সমতা ফেরাতে পারেনি। স্বাভাবিকভাবে কাল ম্যাচ শেষে কোচের কাছে প্রশ্ন ছিল, দলে নির্ভরযোগ্য গোলরক্ষক থাকার পরও কেন সোহেলকে খেলানো হলো। কোচ স্বীকারও করেছেন, বাজেভাবে গোল খাওয়ায় ম্যাচে প্রভাব পড়েছে। কিন্তু এমন ভুল সোহেল প্রথম করলেন, তা নয়। কিছুদিন আগে নীলফামারীতে বসুন্ধরা কিংস হোম ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাজে গোল খেয়ে বাংলাদেশকে হারান তিনি। এরপরও সোহেলকে বার বার কেন সেরা একাদশে সুযোগ দেওয়া হচ্ছে। আশরাফুল রানাকে খেলানো হয়নি কেন? উত্তর যেন তৈরিই ছিল জেমির, ‘এশিয়ান গেমসে রানাও অনেক ভুল করেছে। আজ রানা থাকলেও হয়তো সে একই ভুল করত। সুতরাং সোহেলকে নামানোটা আমার ভুল ছিল না। একটা ভুল হতেই পারে। তাই বলে কাউকে দোষ দেওয়া ঠিক হবে না। বাংলাদেশ ঘরের মাঠে সাফ থেকে বিদায় নেওয়ায় দর্শকরা হতাশায় ভেঙে পড়েছেন। এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলব, হুট করে ফুটবলে পরিবর্তন সম্ভব নয়। এর জন্য সময় ও পরিকল্পনা দরকার।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
রানার বদলে সোহেল কেন?
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর