বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হেরেই চলেছে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা নয়, মোহামেডান এখন পেশাদার লিগে টিকে থাকবে কিনা সেই শঙ্কাটা জেগে উঠেছে। এবারের লিগে ঐতিহ্যবাহী দলটি সেই অন্ধকার পথে হাঁটছে।

যদিও এখনো অনেক ম্যাচ বাকি। তারপরও এই অবস্থা চলতে থাকলে রেলিগেশনেই লড়তে হবে তাদের। প্রথম ম্যাচে কোনোক্রমে টিম বিজেএমসিকে হারালেও পরের চার ম্যাচে ধরাশায়ী। অধঃপতনের এই রেকর্ড নতুন নয়। পেশাদার লিগে আগেও চার হারের রেকর্ড রয়েছে তাদের। লজ্জা আর লজ্জা। তবুও কর্মকর্তাদের মাথা ব্যথা নেই। আশ্চর্য লাগে ফুটবলে যখন করুণ হাল, তখন অন্য এক খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই দলেরই বড় এক কর্মকর্তার মুখে সে কী হাসি। এ যেন রোম যখন পুড়ছে নিরোর বাঁশি বাজানোর অবস্থা। বিজেএমসির বিপক্ষে জয়ের পর আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেলের কাছে হেরেছে মোহামেডান। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-১ গোলে হারল সাইফ স্পোর্টিংয়ের কাছে। ডেনিশ ও ডিনারের গোলে সাইফ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে শুধু ব্যবধানটা কমাল মোহামেডানের বাপ্পি। এই হারে পাঁচ ম্যাচে সাদা-কালোদের পয়েন্ট তিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর