বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জয় পেলেই শিরোপা উৎসবে মেতে উঠবে মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকারের আবাহনী। অবশ্য শিরোপা উৎসবের সম্ভাবনা যে একেবারেই শূন্যের কোটায় নেমে এসেছে রূপগঞ্জের, তেমনটি নয়। আজ মিরপুরে প্রাইম ব্যাংককে হারাতে হবে এবং তীর্থের কাক হয়ে অপেক্ষায় থাকতে শেখ জামালের জয়ের জন্য। আবাহনীকে যদি হারিয়ে দেয় শেখ জামাল, তখন পয়েন্ট ব্যবধানে চ্যাম্পিয়ন হবে লিজেন্ড অব রূপগঞ্জ। কারণ ১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ২৪। ১২ দলের ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ড আজ। বিকেএসপিতে আবাহনী-শেখ জামাল, মিরপুরে রূপগঞ্জ-প্রাইম ব্যাংক এবং ফতুল্লায় প্রাইম দোলেশ্বর-মোহামেডান ম্যাচ। প্রথম পর্বে আবাহনীকে বড় ব্যবধানে হারিয়েছিল রূপগঞ্জ। ১৫ নম্বর রাউন্ডে আবাহনী প্রতিশোধ নেয় বড় জয়ে। ‘হেড-টু-হেড’ বিচারে দুই দল সমান। রান
রেটে এগিয়ে মোসাদ্দেকের আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের রান রেট ০.৯০৫। নাইম হাসানের রূপগঞ্জের রান রেট ০.৪২৫। শিরোপা লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকা দুই দল আবাহনী ও রূপগঞ্জকে উৎসব করতে অপেক্ষা করতে হয়েছে শেষ রাউন্ড পর্যন্ত। সুপার সিক্সের বাকি চার দলের মধ্যে ৯ জয় নিয়ে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১৮। পাঁচ নম্বরে প্রাইম ব্যাংকের জয় ৮টি এবং ছয় নম্বরের দল মোহামেডানের জয় ৭টি। সিরিজ নির্ধারণী ম্যাচ বলে আবাহনীর ওপর চাপ একটু বেশিই। কোচ খালেদ মাহমুদ সুজন, ‘নিজেদের সেরাটা খেলাটা খেলতে পারি, তাহলে জিতেই চ্যাম্পিয়ন হব।’ রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ হার ছাড়ছেন না, ‘ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা। আমরা শুধু জয় পেতে আগ্রহী। জয় পেতে চাই প্রাইম ব্যাংকের বিপক্ষে।’ ম্যাচগুলোর হার-জিতে বাকি দলগুলোর স্থানের পরিবর্তন হতে পারে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
উৎসবের অপেক্ষায় আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর