বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জয় পেলেই শিরোপা উৎসবে মেতে উঠবে মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকারের আবাহনী। অবশ্য শিরোপা উৎসবের সম্ভাবনা যে একেবারেই শূন্যের কোটায় নেমে এসেছে রূপগঞ্জের, তেমনটি নয়। আজ মিরপুরে প্রাইম ব্যাংককে হারাতে হবে এবং তীর্থের কাক হয়ে অপেক্ষায় থাকতে শেখ জামালের জয়ের জন্য। আবাহনীকে যদি হারিয়ে দেয় শেখ জামাল, তখন পয়েন্ট ব্যবধানে চ্যাম্পিয়ন হবে লিজেন্ড অব রূপগঞ্জ। কারণ ১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ২৪। ১২ দলের ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ড আজ। বিকেএসপিতে আবাহনী-শেখ জামাল, মিরপুরে রূপগঞ্জ-প্রাইম ব্যাংক এবং ফতুল্লায় প্রাইম দোলেশ্বর-মোহামেডান ম্যাচ। প্রথম পর্বে আবাহনীকে বড় ব্যবধানে হারিয়েছিল রূপগঞ্জ। ১৫ নম্বর রাউন্ডে আবাহনী প্রতিশোধ নেয় বড় জয়ে। ‘হেড-টু-হেড’ বিচারে দুই দল সমান। রান
রেটে এগিয়ে মোসাদ্দেকের আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের রান রেট ০.৯০৫। নাইম হাসানের রূপগঞ্জের রান রেট ০.৪২৫। শিরোপা লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকা দুই দল আবাহনী ও রূপগঞ্জকে উৎসব করতে অপেক্ষা করতে হয়েছে শেষ রাউন্ড পর্যন্ত। সুপার সিক্সের বাকি চার দলের মধ্যে ৯ জয় নিয়ে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১৮। পাঁচ নম্বরে প্রাইম ব্যাংকের জয় ৮টি এবং ছয় নম্বরের দল মোহামেডানের জয় ৭টি। সিরিজ নির্ধারণী ম্যাচ বলে আবাহনীর ওপর চাপ একটু বেশিই। কোচ খালেদ মাহমুদ সুজন, ‘নিজেদের সেরাটা খেলাটা খেলতে পারি, তাহলে জিতেই চ্যাম্পিয়ন হব।’ রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ হার ছাড়ছেন না, ‘ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা। আমরা শুধু জয় পেতে আগ্রহী। জয় পেতে চাই প্রাইম ব্যাংকের বিপক্ষে।’ ম্যাচগুলোর হার-জিতে বাকি দলগুলোর স্থানের পরিবর্তন হতে পারে।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
উৎসবের অপেক্ষায় আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর