বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জয় পেলেই শিরোপা উৎসবে মেতে উঠবে মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকারের আবাহনী। অবশ্য শিরোপা উৎসবের সম্ভাবনা যে একেবারেই শূন্যের কোটায় নেমে এসেছে রূপগঞ্জের, তেমনটি নয়। আজ মিরপুরে প্রাইম ব্যাংককে হারাতে হবে এবং তীর্থের কাক হয়ে অপেক্ষায় থাকতে শেখ জামালের জয়ের জন্য। আবাহনীকে যদি হারিয়ে দেয় শেখ জামাল, তখন পয়েন্ট ব্যবধানে চ্যাম্পিয়ন হবে লিজেন্ড অব রূপগঞ্জ। কারণ ১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ২৪। ১২ দলের ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ড আজ। বিকেএসপিতে আবাহনী-শেখ জামাল, মিরপুরে রূপগঞ্জ-প্রাইম ব্যাংক এবং ফতুল্লায় প্রাইম দোলেশ্বর-মোহামেডান ম্যাচ। প্রথম পর্বে আবাহনীকে বড় ব্যবধানে হারিয়েছিল রূপগঞ্জ। ১৫ নম্বর রাউন্ডে আবাহনী প্রতিশোধ নেয় বড় জয়ে। ‘হেড-টু-হেড’ বিচারে দুই দল সমান। রান
রেটে এগিয়ে মোসাদ্দেকের আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের রান রেট ০.৯০৫। নাইম হাসানের রূপগঞ্জের রান রেট ০.৪২৫। শিরোপা লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকা দুই দল আবাহনী ও রূপগঞ্জকে উৎসব করতে অপেক্ষা করতে হয়েছে শেষ রাউন্ড পর্যন্ত। সুপার সিক্সের বাকি চার দলের মধ্যে ৯ জয় নিয়ে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১৮। পাঁচ নম্বরে প্রাইম ব্যাংকের জয় ৮টি এবং ছয় নম্বরের দল মোহামেডানের জয় ৭টি। সিরিজ নির্ধারণী ম্যাচ বলে আবাহনীর ওপর চাপ একটু বেশিই। কোচ খালেদ মাহমুদ সুজন, ‘নিজেদের সেরাটা খেলাটা খেলতে পারি, তাহলে জিতেই চ্যাম্পিয়ন হব।’ রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ হার ছাড়ছেন না, ‘ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা। আমরা শুধু জয় পেতে আগ্রহী। জয় পেতে চাই প্রাইম ব্যাংকের বিপক্ষে।’ ম্যাচগুলোর হার-জিতে বাকি দলগুলোর স্থানের পরিবর্তন হতে পারে।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
উৎসবের অপেক্ষায় আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর