বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জয় পেলেই শিরোপা উৎসবে মেতে উঠবে মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকারের আবাহনী। অবশ্য শিরোপা উৎসবের সম্ভাবনা যে একেবারেই শূন্যের কোটায় নেমে এসেছে রূপগঞ্জের, তেমনটি নয়। আজ মিরপুরে প্রাইম ব্যাংককে হারাতে হবে এবং তীর্থের কাক হয়ে অপেক্ষায় থাকতে শেখ জামালের জয়ের জন্য। আবাহনীকে যদি হারিয়ে দেয় শেখ জামাল, তখন পয়েন্ট ব্যবধানে চ্যাম্পিয়ন হবে লিজেন্ড অব রূপগঞ্জ। কারণ ১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ২৪। ১২ দলের ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ড আজ। বিকেএসপিতে আবাহনী-শেখ জামাল, মিরপুরে রূপগঞ্জ-প্রাইম ব্যাংক এবং ফতুল্লায় প্রাইম দোলেশ্বর-মোহামেডান ম্যাচ। প্রথম পর্বে আবাহনীকে বড় ব্যবধানে হারিয়েছিল রূপগঞ্জ। ১৫ নম্বর রাউন্ডে আবাহনী প্রতিশোধ নেয় বড় জয়ে। ‘হেড-টু-হেড’ বিচারে দুই দল সমান। রান
রেটে এগিয়ে মোসাদ্দেকের আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের রান রেট ০.৯০৫। নাইম হাসানের রূপগঞ্জের রান রেট ০.৪২৫। শিরোপা লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকা দুই দল আবাহনী ও রূপগঞ্জকে উৎসব করতে অপেক্ষা করতে হয়েছে শেষ রাউন্ড পর্যন্ত। সুপার সিক্সের বাকি চার দলের মধ্যে ৯ জয় নিয়ে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১৮। পাঁচ নম্বরে প্রাইম ব্যাংকের জয় ৮টি এবং ছয় নম্বরের দল মোহামেডানের জয় ৭টি। সিরিজ নির্ধারণী ম্যাচ বলে আবাহনীর ওপর চাপ একটু বেশিই। কোচ খালেদ মাহমুদ সুজন, ‘নিজেদের সেরাটা খেলাটা খেলতে পারি, তাহলে জিতেই চ্যাম্পিয়ন হব।’ রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ হার ছাড়ছেন না, ‘ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা। আমরা শুধু জয় পেতে আগ্রহী। জয় পেতে চাই প্রাইম ব্যাংকের বিপক্ষে।’ ম্যাচগুলোর হার-জিতে বাকি দলগুলোর স্থানের পরিবর্তন হতে পারে।
শিরোনাম
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
উৎসবের অপেক্ষায় আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর