বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জয় পেলেই শিরোপা উৎসবে মেতে উঠবে মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকারের আবাহনী। অবশ্য শিরোপা উৎসবের সম্ভাবনা যে একেবারেই শূন্যের কোটায় নেমে এসেছে রূপগঞ্জের, তেমনটি নয়। আজ মিরপুরে প্রাইম ব্যাংককে হারাতে হবে এবং তীর্থের কাক হয়ে অপেক্ষায় থাকতে শেখ জামালের জয়ের জন্য। আবাহনীকে যদি হারিয়ে দেয় শেখ জামাল, তখন পয়েন্ট ব্যবধানে চ্যাম্পিয়ন হবে লিজেন্ড অব রূপগঞ্জ। কারণ ১৫ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান ২৪। ১২ দলের ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ড আজ। বিকেএসপিতে আবাহনী-শেখ জামাল, মিরপুরে রূপগঞ্জ-প্রাইম ব্যাংক এবং ফতুল্লায় প্রাইম দোলেশ্বর-মোহামেডান ম্যাচ। প্রথম পর্বে আবাহনীকে বড় ব্যবধানে হারিয়েছিল রূপগঞ্জ। ১৫ নম্বর রাউন্ডে আবাহনী প্রতিশোধ নেয় বড় জয়ে। ‘হেড-টু-হেড’ বিচারে দুই দল সমান। রান রেটে এগিয়ে মোসাদ্দেকের আবাহনী। বর্তমান চ্যাম্পিয়নদের রান রেট ০.৯০৫। নাইম হাসানের রূপগঞ্জের রান রেট ০.৪২৫। শিরোপা লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে থাকা দুই দল আবাহনী ও রূপগঞ্জকে উৎসব করতে অপেক্ষা করতে হয়েছে শেষ রাউন্ড পর্যন্ত। সুপার সিক্সের বাকি চার দলের মধ্যে ৯ জয় নিয়ে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১৮। পাঁচ নম্বরে প্রাইম ব্যাংকের জয় ৮টি এবং ছয় নম্বরের দল মোহামেডানের জয় ৭টি। সিরিজ নির্ধারণী ম্যাচ বলে আবাহনীর ওপর চাপ একটু বেশিই। কোচ খালেদ মাহমুদ সুজন, ‘নিজেদের সেরাটা খেলাটা খেলতে পারি, তাহলে জিতেই চ্যাম্পিয়ন হব।’ রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ হার ছাড়ছেন না, ‘ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা। আমরা শুধু জয় পেতে আগ্রহী। জয় পেতে চাই প্রাইম ব্যাংকের বিপক্ষে।’ ম্যাচগুলোর হার-জিতে বাকি দলগুলোর স্থানের পরিবর্তন হতে পারে।
শিরোনাম
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
উৎসবের অপেক্ষায় আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর