মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফিফা বর্ষসেরাতেও মেসি রোনালদো ফন ডাইক

ক্রীড়া ডেস্ক

দিন কয়েক আগে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে উয়েফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন লিভারপুলের ভার্জিন ফন ডাইক। এবার ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিন জনের তালিকায়ও মেসি ও রোনালদোর সঙ্গে আছেন ফন ডিক। ২০১৯ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটাও কী তবে ফন ডিকই জিতবেন! বর্ষসেরা ফুটবলার নির্বাচনে গত ৩১ জুলাই ১০ জনের তালিকা প্রকাশ করেছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। গতকাল তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।

এর আগে পাঁচবার করে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন মেসি ও রোনালদো। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত এই দুজনের বাইরে আর কেউই পুরস্কারটি জিততে পারেননি। তাদের সেই আধিপত্য ভেঙে গতবার সেরা হন রিয়াল মাদ্রিদের  ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। বর্ষসেরা নারী ফুটবলারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ ও যুক্তরাষ্ট্রের দুই ফরোয়ার্ড অ্যালেক্স মর্গ্যান ও মেগান র‌্যাপিনো। জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। আগামী ২৩ সেপ্টেম্বর মিলানের অপেরা হাউস লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর