বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

করোনা আতঙ্কে স্থগিত আর্চারি

করোনাভাইরাস আতঙ্কে ভুগছে সারা দুনিয়া। বেশিরভাগ দেশই যোগাযোগ ব্যবস্থার ওপর বাড়তি সতর্কতা নিয়েছে। ভ্রমণ অনেকটা বন্ধই হয়ে গেছে। ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়েছে। অনেক টুর্নামেন্টই হয় বাতিল হয়েছে নয়তো পিছিয়েছে। এবার বাংলাদেশেও স্থগিত করা হয়েছে আর্চারি টুর্নামেন্ট। চতুর্থ আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৩ ফেব্রুয়ারি থেকে। টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম টুর্নামেন্টটি আয়োজনের জন্য প্রস্তুতও ছিল। কিন্তু আপাতত টুর্নামেন্ট হচ্ছে না বলে জানান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

 বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল জানালেন করোনাভাইরাস আতঙ্কের কারণে অনেক দেশই প্রতিযোগী পাঠাতে রাজি হয়নি। ৩০টি দেশের দুই শতাধিক প্রতিযোগী এবারের আসরে অংশ নেওয়ার কথা ছিল। অথচ ভাইরাস আতঙ্কে তা কমে গিয়ে ৭০-৮০-তে নেমে গিয়েছিল। এ কারণেই প্রতিযোগিতাটি আপাতত স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর