রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

‘জ্বলে উঠবে শেখ রাসেল’

‘দুর্ভাগ্যক্রমে আমরা পিছিয়ে পড়লেও আশা করি জ্বলে উঠব। হতাশা ঝেড়ে আমরা সামনে এগিয়ে যাব।’

ক্রীড়া প্রতিবেদক

‘জ্বলে উঠবে শেখ রাসেল’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অন্যতম জনপ্রিয় দল শেখ রাসেল ক্রীড়া চক্র। ২০০৪ সালে প্রিমিয়ার লিগে অভিষেকের পরই ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ২০১২ সালে ট্রেবল শিরোপা জয়ের রেকর্ড আছে তাদের। প্রতি মৌসুমেই শক্তিশালী দল গড়ার পরও শেখ রাসেল এখন শিরোপা থেকে দূরে থাকছে। এক্ষেত্রে দুর্ভাগ্য যেন পিছু নিয়েছে তাদের। কোনো কোনো ম্যাচে পক্ষপাতিত্বমূলক রেফারিংয়ের শিকার জনপ্রিয় দলটি। চলতি মৌসুমেও শক্তিশালী দল গড়া হয়েছে। দেশসেরা গোলরক্ষক ও গেল লিগে সর্বোচ্চ গোলদাতাও এবার শেখ রাসেলে। এমন দল হয়েও এবার শুরু থেকেই পেশাদার লিগে শেখ রাসেলের পারফরম্যান্স হতাশাজনক। ৬ ম্যাচে এক জয়ে তাদের সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। যা শেখ রাসেলের মতো দলের কাছে বেমানান। গতবার লিগে তৃতীয় স্থান অধিকার করেছে। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীকে হারিয়েছে তারা। এবার সেই দলের এ কী করুণ হাল! অভিজ্ঞ সংগঠক শেখ রাসেলের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমরা পিছিয়ে পড়লেও আশা করি জ্বলে উঠব। লিগে এখনো অনেক ম্যাচ বাকি। তাই হতাশা ঝেড়ে খেলোয়াড়রা সামনে এগিয়ে যাবে প্রত্যাশা করি।’ সেলিম আরও বলেন, ‘দলের মধ্যে ইনজুরিও মাঠে প্রভাব ফেলেছে। আশা করি সামনে তা আমরা কাটিয়ে উঠব। শেখ রাসেল ফিরবে তাদের চেনা রূপে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর