বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএল!

ক্রীড়া প্রতিবেদক

প্রাণঘাতী করোনায় এখনো স্বাভাবিক হয়নি জীবনযাত্রা। বিসিবির পরিকল্পনা রয়েছে বিপিএল আয়োজনের। কিন্তু করোনা পরিস্থিতির জন্য এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। বিপিএলের পরবর্তী আসর কবে শুরু করবে, সেজন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। এরমধ্যে পরীক্ষামূলকভাবে সেপ্টেম্বরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট শুরু করছে। পরিস্থিতি বিষয়ে জানতে তার উপর তীক্ষœ নজর রাখবে। প্রিমিয়ার ক্রিকেট আয়োজনে করোনা যদি কোনো প্রকার সমস্যার সৃষ্টি না করে, তখন বিপিএল আয়োজনের কথা ভাববে বিসিবি জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডে ক্রিকেট ফিরেছে। কিন্তু দর্শক নেই। ভারত আইপিএল আয়োজন করছে আরব আমিরাতে। বিসিবির এতো অর্থ নেই, দেশের বাইরে বিপিএল আয়োজন করার। বিপিএল একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। এখানে বিদেশি ক্রিকেটার, বিদেশি আম্পায়ার, বিদেশি কোচ, ট্রেনার থাকেন। এছাড়া ব্রডকাস্টার কোম্পানির সঙ্গে এক-দেড়শ বিদেশি থাকেন। এদের সবার কথা ভাবতে হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনোভাবেই বিপিএল আয়োজন করা সম্ভব নয়।’ তবে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিকে সামনে রেখেই একটি পরিকল্পনা এঁকে রেখেছে বিসিবি।

সর্বশেষ খবর