‘ফুটবল ও ক্রীড়া বিশ্ব তার অন্যতম সেরা খেলোয়াড়কে হারাল। শান্তিতে থাক দিয়াগো ম্যারাডোনা। তোমাকে মিস করবে সবাই।’
-শচীন টেন্ডুলকার
তোমাকে কখনো ভুলতে পারব না। ফুটবল তোমাকে ধন্যবাদ জানাচ্ছে। শান্তিতে ঘুমাও কিংবদন্তি।
-নেইমার
আমার প্রজন্মের এবং খুব সম্ভবত সর্বকালের সেরা তারকা ছিল দিয়েগো। এত প্রতিভা থাকলেও বিতর্কিত জীবন কাটিয়েও অবশেষে মনে হয় ঈশ্বরের হাতে শান্তিতে নিজেকে সঁপে দিলে তুমি। দিয়েগো, শান্তিতে থেক।
-গ্যারি লিনেকার
আমার নায়ক আর নেই। আমার সেই উন্মাদ জিনিয়াস শান্তিতে ঘুমান। আমি কিন্তু আপনার জন্যই ফুটবল দেখতাম।
-সৌরভ গাঙ্গুলি
শান্তিতে থাকুন কিংবদন্তি
-উসাইন বোল্ট
তোমার স্মৃতি চির অমর থাকবে। আমরা কোনো দিন তোমাকে ভুলব না। দিয়েগো, শান্তিতে ঘুমাও।
-আন্দ্রেস ইনিয়েস্তা
ক্যাম্প ন্যুতে তুমি দুটো বছর দেখিয়েছিলে ফুটবলের জাদু। তুমি আমাদের হৃদয়ে থেকে যাবে।
-বার্সেলোনা ক্লাব
দি হ্যান্ড অব গড খ্যাত ম্যারাডোনা আমাদের ছেড়ে চলে গেলেন। ১৯৮৬ সালে আমরা দুজনেই চ্যাম্পিয়ন হয়েছিলাম। অনেকে আমাদের দুজনের মধ্যে তুলনা করত। ম্যারাডোনা ছিলেন আমার নায়ক এবং বন্ধু। আমি তাকে অনেক শ্রদ্ধা করতাম। তাকে খুব মিস করব।
-মাইক টাইসন