বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ ০০:০০ টা

শেষ আটে রিয়াল

ক্রীড়া ডেস্ক

শেষ আটে রিয়াল

প্রথম লেগে জিতেছিল। তাই সমীকরণের হিসাবে কোয়ার্টার ফাইনালের পথে পা দিয়েই রেখেছিল চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে পরশু রাতে ঘরের মাঠে দাঁড়াতেই দেয়নি আটলান্টাকে। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। ২০১৭-১৮ মৌসুমে সর্বশেষ শিরোপা জিতেছিল রিয়াল। এরপর গত দুই মৌসুমে কোয়ার্টার ফাইনালের গণ্ডি ডিঙাতে পারেনি। রিয়ালের পক্ষে গোল তিনটি করেন করিম বেনজামা, সার্জিও র‌্যামোস ও মার্কো অ্যাসেনসিও। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েই খেলা শুরু করে রিয়াল। কিন্তু ম্যাচে প্রথম সুযোগ পেয়েছিল আটলান্টা। ম্যাচের প্রথম গোল ৩৪ মিনিটে। সতীর্থের বাড়ানো বল ধরে লুকা মদ্রিচ বাড়িয়ে দেন স্ট্রাইকার বেনজামাকে। ফাঁকায় দাঁড়ানো বেনজেমা ডান পায়ের নিচু শটে ব্যবধান করেন ১-০। রিয়ালের হয়ে টানা তিন ম্যাচে গোল করেছেন বেনজামা। ইউরোপ সেরা প্রতিযোগিতায় বেনজেমার গোল ৭০টি। ৭১ গোল করে তার উপর রয়েছেন রাউল গঞ্জালেস। ৫৮ মিনিটে গোল ব্যবধান ২-০ করেন র‌্যামোসি পেনাল্টিতে। ৮৪ মিনিটে ফ্রি কিকে দুর্দান্ত এক গোলে ব্যবধান ১-২ করেন আটলান্টার কলম্বিয়ান স্ট্রাইকার মুরিয়েল। ৮৮ মিনিট ৩-১ গোলে জয় নিশ্চিত করেন অ্যাসেনসিও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর