শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ফুটবলে ব্রাজিল-জার্মানি একই গ্রুপে

ফুটবলে ব্রাজিল-জার্মানি একই গ্রুপে

২০১৬ অলিম্পিক গেমসে পুরুষ ফুটবলে ফাইনাল খেলেছিল ব্রাজিল ও জার্মানি। ২০২১ টোকিও অলিম্পিক গেমসে তারা একই গ্রুপে খেলবে। ‘ডি’ গ্রুপে দুটি দলের সঙ্গে আছে আইভরিকোস্ট ও সৌদি আরব। ‘সি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা, স্পেন, মিসর ও অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, নিউজিল্যান্ড ও হন্ডুরাস। ‘এ’ গ্রুপে ফ্রান্স, জাপান, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১৬টি দেশ অংশ নেবে এ গেমসে। গ্রুপের শীর্ষ দুই দল শেষ আটে যাবে।

সর্বশেষ খবর