শিরোনাম
শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বিশ্বকাপে চোখ আর্চারদের

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে চোখ আর্চারদের

আর্চারি বিশ্বচ্যাম্পিয়নশিপে তামার পদক জিতে ক্রীড়াঙ্গনে হই চই ফেলে দেন রোমান সানা। এবার বিশ্বকাপ আর্চারিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। যা ১৭ মে শুরু হচ্ছে সুইজারল্যান্ডের লুসানে। ১৫ মে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানান, রিকার্ভ বিভাগে ৪ জন পুরুষ ও ৩ জন মেয়ে যাবেন। কম্পাউন্ড বিভাগে একজন পুরুষ প্রতিযোগী তীর ছুঁড়বেন। ৩০ এপ্রিল চূড়ান্ত দল ঘোষণা হবে। অনুশীলনে কোচ মার্টিন ফ্রেডরিক আর্চারদের পারফরম্যান্স দেখে দল ঘোষণা করবেন।

নেদারল্যান্ডস বিশ্বচ্যাম্পিয়নশিপে রোমান সানা তামা জিতে আলোড়ন তোলেন। সাউথ এশিয়ান গেমসেও চার সোনা ছিল তার। এরপর থেকে সময়টা ভালো যাচ্ছে না তার। ঘরোয়া প্রতিযোগিতায় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে হিটেই আউট। সেক্ষেত্রে বিশ্বকাপে তার সুযোগ হবে কিনা দেখার বিষয় রয়েছে। চপল বলেন, একজন খেলোয়াড়ের সময়টা খারাপ যেতেই পারে। তার মানে এই নয় যে, ঘুরে দাঁড়াতে পারবে না। দলে সুযোগ পেলে আমার বিশ্বাস ও ভালো করবে।

রিকার্ভ দলগত ও একক বিভাগে বাংলাদেশ লড়বে। এখানে একটি পদকের আশা করতেই পারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর