শনিবার, ৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ

পেপ গার্ডিওলা ২০১২ সালে বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার পরও বেশ কয়েক বছর ইউরোপিয়ান ফুটবলে দাপট ধরে রেখেছিল কাতালানরা। তবে ধীরে ধীরে সাম্রাজ্য হারিয়ে ফেলে তারা। চলতি মৌসুমে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করাই মুশকিল হয়ে যাচ্ছে! এমন পরিস্থিতিতেই কোচ বদলে ফেলল বার্সা। রোনাল্ড

কোম্যানকে কয়েক দিন আগে বরখাস্ত করার পর থেকেই আলোচনা চলছিল জাভি হার্নান্দেজ আসছেন নতুন কোচ হিসেবে। অবশেষে এই গুঞ্জনটাই সত্যি হলো। কাতারের ক্লাব আল সাদ ছেড়ে দিয়েছেন তিনি। গতকাল আল সাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আল সাদ জাভি হার্নান্দেজের বার্সেলোনার যাওয়ার ব্যাপারে একমত হয়েছে।’ জাভি হার্নান্দেজের চুক্তি বাতিল করার অর্থ পরিশোধ করছে বার্সেলোনা। ক্লাবটির ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার জাভি হার্নান্দেজ। ১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি এখানে কাটিয়েছেন। এর মধ্যে জয় করেছেন ২৫টি ট্রফি। বার্সেলোনা থেকে কাতারে পাড়ি জমিয়েছিলেন তিনি ২০১৫ সালে। এরপর কাতারের ক্লাব আল সাদের কোচ হিসেবে কাজ করেন। গত কয়েক বছর ধরেই জাভিকে বার্সেলোনায় নিয়ে আসার চেষ্টা করছে বার্সেলোনা। অবশেষে তারা সফল হলো। লিওনেল মেসির বিদায়ে বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছিল। জাভিকে এনে তিনি সেই ভাবমূর্তি অনেকটাই উদ্ধার করে নিলেন!

সর্বশেষ খবর