বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা-আবাহনী ফাইনাল

রাশেদুর রহমান

বসুন্ধরা-আবাহনী ফাইনাল

ছবি : রোহেত রাজীব

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাধীনতা কাপ সেমিফাইনালে বসুন্ধরা কিংস ও পুলিশ এফসির লড়াইয়ে ১-১ সমতা বিরাজমান। ম্যাচ গড়াল অতিরিক্ত ৩০ মিনিটে। দুই দল সাময়িক বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে খেলতে নামল। দলে পরিবর্তন ঘটল অনেক। অস্কার ব্রুজোন মাঠে নামালেন এলিটা কিংসলে, সুফিল আর বিশ্বনাথকে। পুলিশেও রদবদল হলো। কিন্তু ম্যাচের ফলাফলে পরিবর্তন আসছে না! দুই দলের সমর্থকরা উল্লাসে বিরতি দিলেন। ফুটবলাররা প্রাণপণ চেষ্টা করলেন। কিন্তু গোল হলো না অতিরিক্ত ৩০ মিনিটের প্রথমার্ধ্বে। দ্বিতীয়ার্ধ্বেও গোলের চিহ্ন নেই। ম্যাচ শেষ হতে মাত্র কয়েক মিনিট বাকি। অবশেষে ধরা দিল সেই মাহেন্দ্রক্ষণ। পুলিশের জালে বল জড়িয়ে দুর্দান্ত এক জয় ছিনিয়ে আনলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। যিনি ভারতের বিপক্ষে একইভাবে গোল করেছিলেন। ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা কাপের ফাইনালে পৌঁছে গেল বসুন্ধরা কিংস। শিরোপার লড়াইয়ে ১৮ ডিসেম্বর তাদের দেখা হবে ঢাকা আবাহনীর সঙ্গে।

স্বাধীনতা কাপের সেমিফাইনালে দারুণ উত্তেজনাপূর্ণ এ ম্যাচে অষ্টম মিনিটেই এগিয়ে যায় পুলিশ। ডি বক্সের সীমানার অনেকটা দূরে মাঠের ডান পাশ থেকে ফ্রি-কিক নেন দলটির জার্মান ফুটবলার আদিল কুসকুস। কিংসের ইরানি ডিফেন্ডার খালেদ শাফির পেছন থেকে অনেকটা লাফিয়ে হেডে গোল করেন ড্যানিলো অগাস্টো। কোয়ার্টার ফাইনালে ২ গোল করে বসুন্ধরা কিংসকে জয় উপহার দেওয়া ব্রাজিলিয়ান ফুটবলার জনাথন ফার্নান্দেজ ১৪তম মিনিটে পায়ে আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন। ফার্নান্দেজকে ছাড়া কিছুটা দুর্বল হয়ে পড়ে কিংস। অবশ্য দ্রুতই দলে পরিবর্তন এনে পরিস্থিতি সামাল দেন অস্কার ব্রুজোন। ম্যাচের ৩০তম মিনিটে সমতায় ফেরে কিংস। ডান দিক থেকে আক্রমণে যান ইব্রাহিম। বল নিয়ে ডি বক্সে ঢুকে পাস দেন স্টোয়ান ব্রানিয়েসকে। বসনিয়ান এ ফুটবলারের জোরালো শট পুলিশ এফসির ডিফেন্ডাররা ফিরিয়ে দিলে বল পান ইব্রাহিম। এবার প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান কিংসের এই মিডফিল্ডার। এরপর দুই দলই বেশ কিছু গোলের সুযোগ হারায়। বসনিয়ান স্টোয়ান, রবিনহোরা গোল করতে ব্যর্থ হন দারুণ সব সুযোগ পেয়েও। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

ম্যাচের ১১৯তম মিনিটে রবসনের কর্নারে বল পেয়ে হেড করেন সুফিল। বাঁ পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন ইয়াসিন। এদিকে স্বাধীনতা কাপের প্রথম সেমিফাইনালে ড্যানিয়েল কলিনড্রেসের দুরন্ত ফুটবলে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়েছে আকাশি নীল জার্সিধারীরা। দলের পক্ষে ১টি করে গোল করেন ড্যানিয়েল কলিনড্রেস ও নাবিব নেওয়াজ জীবন।

এ জয়ে পাঁচ বছর পর আবারও স্বাধীনতা কাপের ফাইনাল নিশ্চিত করল আবাহনী।

২০১৮ সালে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার জয় পেয়েছিল আবাহনী।

সর্বশেষ খবর