সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বায়ার্নের টানা ১০

ক্রীড়া ডেস্ক

জার্মান বুন্দেসলিগায় টানা দশম শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। শনিবার তারা বুরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছে লিগ ম্যাচে। বায়ার্নের পক্ষে একটি করে গোল করেছেন সার্গি জিনাবরি, রবার্ট লেবানডস্কি ও জামাল মুসিয়ালা। ডর্টমুন্ডের পক্ষে একটি গোল করেন আমর কান। এ জয়ে ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট সংগ্রহ করে লিগ জয় করল বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের পক্ষে বায়ার্নকে স্পর্শ করা আর সম্ভব নয়। দুই দলের হাতেই ম্যাচ বাকি তিনটি করে। জার্মানিতে বায়ার্ন মিউনিখের একক আধিপত্য চলছে দীর্ঘদিন ধরেই। দলটি লিগে মোট ৩২বার চ্যাম্পিয়ন হয়েছে। জার্মানির অন্য কোনো ক্লাবই টানা দূরে থাক, সবমিলিয়েও ১০বার চ্যাম্পিয়ন হতে পারেনি। নুরেমবার্গ ৯ বার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে আছে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের (ইংল্যান্ড, জার্মানি, স্পেন, ইতালি ও ফ্রান্স) কোনো ক্লাবই এর আগে টানা ১০ বার লিগ শিরোপা জিততে পারেনি। দারুণ এক ইতিহাসই গড়ল বায়ার্ন মিউনিখ। ২০১০-১১ মৌসুমে বুন্দেসলিগা জয় করেছিল বুরুসিয়া ডর্টমুন্ড। এরপর থেকেই বায়ার্নের জয়যাত্রা অব্যাহত রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর