ইংলিশ প্রিমিয়ার লিগে আরও এগিয়ে গেল আর্সেনাল। শুরুতে পিছিয়ে পড়েও নিজেদের মাঠে ৩-২ গোলে পরাজিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ১৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ২৪ মিনিটে আর্সেনালের শিবিরে স্বস্তি নেমে আসে। এডি এনকোতিয়া ব্যবধান ১-১ করেন। ৫৩ মিনিটে আর্সেনালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বুকায়োসাকার। স্বল্প সময়ের মধ্যে সমতায় ফিরে ম্যানইউ। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার তারকা লিসান্দ্রো মার্তিনেজ হেডের মাধ্যমে গোলটি করেন। একেবারের শেষের দিকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলে আর্সেনালকে (৩-২) জয় এনে দেন এনকোতিয়াই।