আগের সেই জৌলুস নেই। উত্তেজনা নেই। তারপরও ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের কাছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আলাদা একটা আবেদন আছে। সবাই মুখিয়ে থাকে প্রিমিয়ার ক্রিকেটে অংশ নিতে। গতকাল শেষ হয়েছে ২০২৩ সালের প্রিমিয়ার ক্রিকেটের তিন দিনব্যাপী দল-বদল। গতকাল শেষ দিনে চমক ছিল সাকিব আল হাসানের দল-বদল। টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব গতকাল সকালে নাম লিখেছেন মোহামেডান ক্লাবে। গত বছরও তিনি মোহামেডানের ছিলেন। তবে সুপার লিগে খেলেছিলেন বিশেষ ব্যবস্থায় লিজেন্ডস অব রূপগঞ্জে। আসন্ন মৌসুমে সাকিবের মোহামেডানে খেলতে নাম লিখেছেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটের সবচেয়ে বয়োকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল গত মৌসুমে খেলেছিলেন ব্রাদার্স ইউনিয়নে। এবারের দল-বদলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডানকে পেছনে ফেলে চমক দেখিয়েছে নবাগত ঢাকা লেপার্ড। প্রথমবারের মতো প্রিমিয়ার ক্রিকেট খেলতে নেমেই জাতীয় দলের অভিজ্ঞতাপুষ্ট ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে ঢাকা লেপার্ড। দলটিতে খেলবেন রকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জসিম উদ্দিন, জাকিরুল আহমেদ জেম, রায়হান উদ্দিন, মেহরাব হোসাইন জসি, দেলোয়ার হোসেন, মঈন খান, পিনাক ঘোষ, সালাউদ্দিন শাকিল ও জুনায়েদ সিদ্দিকি। আরেক নবাগত দল অগ্রণী ব্যাংক ভিড়িয়েছে সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শরিফুল্লাহ, মিনহাজুর রহমান, শামসুল ইসলাম, নুরুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, এনামুল হক, আজমীর আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, আরাফাত সানি, মার্শাল আইউব, শহীদুল ইসলাম ও জহুরুল ইসলাম অমিকে। ইংল্যান্ড সিরিজ চলাকালীনই প্রিমিয়ার ক্রিকেটে দল-বদল হয়েছে। আবাহনী ভিড়িয়েছে লিস্ট-‘এ’ ক্রিকেট এক মৌসুমে সর্বাধিক রান হাঁকানো এনামুল হক বিজয়কে (১১৩৮)। এছাড়া ডান হাত ফাস্ট বোলার তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম শেখরা রয়েছেন। গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামালে খেলবেন নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ রাব্বিরা। আশরাফুল এই মৌসুমের পর ক্রিকেটকে বিদায় জানাবেন, তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
মোহামেডানে সাকিবের সঙ্গী আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর