আগের সেই জৌলুস নেই। উত্তেজনা নেই। তারপরও ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের কাছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আলাদা একটা আবেদন আছে। সবাই মুখিয়ে থাকে প্রিমিয়ার ক্রিকেটে অংশ নিতে। গতকাল শেষ হয়েছে ২০২৩ সালের প্রিমিয়ার ক্রিকেটের তিন দিনব্যাপী দল-বদল। গতকাল শেষ দিনে চমক ছিল সাকিব আল হাসানের দল-বদল। টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব গতকাল সকালে নাম লিখেছেন মোহামেডান ক্লাবে। গত বছরও তিনি মোহামেডানের ছিলেন। তবে সুপার লিগে খেলেছিলেন বিশেষ ব্যবস্থায় লিজেন্ডস অব রূপগঞ্জে। আসন্ন মৌসুমে সাকিবের মোহামেডানে খেলতে নাম লিখেছেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটের সবচেয়ে বয়োকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল গত মৌসুমে খেলেছিলেন ব্রাদার্স ইউনিয়নে। এবারের দল-বদলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডানকে পেছনে ফেলে চমক দেখিয়েছে নবাগত ঢাকা লেপার্ড। প্রথমবারের মতো প্রিমিয়ার ক্রিকেট খেলতে নেমেই জাতীয় দলের অভিজ্ঞতাপুষ্ট ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে ঢাকা লেপার্ড। দলটিতে খেলবেন রকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জসিম উদ্দিন, জাকিরুল আহমেদ জেম, রায়হান উদ্দিন, মেহরাব হোসাইন জসি, দেলোয়ার হোসেন, মঈন খান, পিনাক ঘোষ, সালাউদ্দিন শাকিল ও জুনায়েদ সিদ্দিকি। আরেক নবাগত দল অগ্রণী ব্যাংক ভিড়িয়েছে সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শরিফুল্লাহ, মিনহাজুর রহমান, শামসুল ইসলাম, নুরুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, এনামুল হক, আজমীর আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, আরাফাত সানি, মার্শাল আইউব, শহীদুল ইসলাম ও জহুরুল ইসলাম অমিকে। ইংল্যান্ড সিরিজ চলাকালীনই প্রিমিয়ার ক্রিকেটে দল-বদল হয়েছে। আবাহনী ভিড়িয়েছে লিস্ট-‘এ’ ক্রিকেট এক মৌসুমে সর্বাধিক রান হাঁকানো এনামুল হক বিজয়কে (১১৩৮)। এছাড়া ডান হাত ফাস্ট বোলার তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম শেখরা রয়েছেন। গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামালে খেলবেন নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ রাব্বিরা। আশরাফুল এই মৌসুমের পর ক্রিকেটকে বিদায় জানাবেন, তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
শিরোনাম
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
মোহামেডানে সাকিবের সঙ্গী আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর