আগের সেই জৌলুস নেই। উত্তেজনা নেই। তারপরও ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের কাছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আলাদা একটা আবেদন আছে। সবাই মুখিয়ে থাকে প্রিমিয়ার ক্রিকেটে অংশ নিতে। গতকাল শেষ হয়েছে ২০২৩ সালের প্রিমিয়ার ক্রিকেটের তিন দিনব্যাপী দল-বদল। গতকাল শেষ দিনে চমক ছিল সাকিব আল হাসানের দল-বদল। টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব গতকাল সকালে নাম লিখেছেন মোহামেডান ক্লাবে। গত বছরও তিনি মোহামেডানের ছিলেন। তবে সুপার লিগে খেলেছিলেন বিশেষ ব্যবস্থায় লিজেন্ডস অব রূপগঞ্জে। আসন্ন মৌসুমে সাকিবের মোহামেডানে খেলতে নাম লিখেছেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটের সবচেয়ে বয়োকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল গত মৌসুমে খেলেছিলেন ব্রাদার্স ইউনিয়নে। এবারের দল-বদলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডানকে পেছনে ফেলে চমক দেখিয়েছে নবাগত ঢাকা লেপার্ড। প্রথমবারের মতো প্রিমিয়ার ক্রিকেট খেলতে নেমেই জাতীয় দলের অভিজ্ঞতাপুষ্ট ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে ঢাকা লেপার্ড। দলটিতে খেলবেন রকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জসিম উদ্দিন, জাকিরুল আহমেদ জেম, রায়হান উদ্দিন, মেহরাব হোসাইন জসি, দেলোয়ার হোসেন, মঈন খান, পিনাক ঘোষ, সালাউদ্দিন শাকিল ও জুনায়েদ সিদ্দিকি। আরেক নবাগত দল অগ্রণী ব্যাংক ভিড়িয়েছে সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শরিফুল্লাহ, মিনহাজুর রহমান, শামসুল ইসলাম, নুরুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, এনামুল হক, আজমীর আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, আরাফাত সানি, মার্শাল আইউব, শহীদুল ইসলাম ও জহুরুল ইসলাম অমিকে। ইংল্যান্ড সিরিজ চলাকালীনই প্রিমিয়ার ক্রিকেটে দল-বদল হয়েছে। আবাহনী ভিড়িয়েছে লিস্ট-‘এ’ ক্রিকেট এক মৌসুমে সর্বাধিক রান হাঁকানো এনামুল হক বিজয়কে (১১৩৮)। এছাড়া ডান হাত ফাস্ট বোলার তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম শেখরা রয়েছেন। গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামালে খেলবেন নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ রাব্বিরা। আশরাফুল এই মৌসুমের পর ক্রিকেটকে বিদায় জানাবেন, তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
শিরোনাম
- গাজায় গণহত্যায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
মোহামেডানে সাকিবের সঙ্গী আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর