আগের সেই জৌলুস নেই। উত্তেজনা নেই। তারপরও ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের কাছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আলাদা একটা আবেদন আছে। সবাই মুখিয়ে থাকে প্রিমিয়ার ক্রিকেটে অংশ নিতে। গতকাল শেষ হয়েছে ২০২৩ সালের প্রিমিয়ার ক্রিকেটের তিন দিনব্যাপী দল-বদল। গতকাল শেষ দিনে চমক ছিল সাকিব আল হাসানের দল-বদল। টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব গতকাল সকালে নাম লিখেছেন মোহামেডান ক্লাবে। গত বছরও তিনি মোহামেডানের ছিলেন। তবে সুপার লিগে খেলেছিলেন বিশেষ ব্যবস্থায় লিজেন্ডস অব রূপগঞ্জে। আসন্ন মৌসুমে সাকিবের মোহামেডানে খেলতে নাম লিখেছেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটের সবচেয়ে বয়োকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল গত মৌসুমে খেলেছিলেন ব্রাদার্স ইউনিয়নে। এবারের দল-বদলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডানকে পেছনে ফেলে চমক দেখিয়েছে নবাগত ঢাকা লেপার্ড। প্রথমবারের মতো প্রিমিয়ার ক্রিকেট খেলতে নেমেই জাতীয় দলের অভিজ্ঞতাপুষ্ট ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে ঢাকা লেপার্ড। দলটিতে খেলবেন রকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জসিম উদ্দিন, জাকিরুল আহমেদ জেম, রায়হান উদ্দিন, মেহরাব হোসাইন জসি, দেলোয়ার হোসেন, মঈন খান, পিনাক ঘোষ, সালাউদ্দিন শাকিল ও জুনায়েদ সিদ্দিকি। আরেক নবাগত দল অগ্রণী ব্যাংক ভিড়িয়েছে সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শরিফুল্লাহ, মিনহাজুর রহমান, শামসুল ইসলাম, নুরুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, এনামুল হক, আজমীর আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, আরাফাত সানি, মার্শাল আইউব, শহীদুল ইসলাম ও জহুরুল ইসলাম অমিকে। ইংল্যান্ড সিরিজ চলাকালীনই প্রিমিয়ার ক্রিকেটে দল-বদল হয়েছে। আবাহনী ভিড়িয়েছে লিস্ট-‘এ’ ক্রিকেট এক মৌসুমে সর্বাধিক রান হাঁকানো এনামুল হক বিজয়কে (১১৩৮)। এছাড়া ডান হাত ফাস্ট বোলার তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম শেখরা রয়েছেন। গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামালে খেলবেন নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ রাব্বিরা। আশরাফুল এই মৌসুমের পর ক্রিকেটকে বিদায় জানাবেন, তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
শিরোনাম
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: কিশোরগঞ্জে ড্যাবের রক্তদান ও আলোচনা সভা
- ঢাবিতে সানসেট ধসে শ্রমিক নিহত
- ইরান আরও বিধ্বংসী হয়ে উঠতে পারে, আশঙ্কা মার্কিন বিশেষজ্ঞদের
- ১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর
- নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে: খোকন
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে
- গুপ্তচরবৃত্তির সন্দেহ, বিপুলসংখ্যক আফগানকে ফেরত পাঠাচ্ছে ইরান
- ২ এপ্রিল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
- কঙ্গনার দাবি: ‘অশ্লীল ছবি চাইতেন হৃতিক, পাঠাতেন নিজেরটাও’
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের রক্তদান কর্মসূচি
- এআই–এর অপব্যবহার, অভিনেত্রীর অশ্লীল ছবি ভাইরাল করল ছাত্রনেতা!
- যাত্রাবাড়ীর হত্যা মামলায় শরীয়তপুরের সাবেক মেয়র গ্রেফতার
- স্টার সিনেপ্লেক্সে স্কারলেট বনাম জম্বিদের ভয়াল লড়াই
- মেলবোর্নে বিশেষ সম্মাননা পাচ্ছেন আমির খান
- ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালের পরিচালক নিহত
- ইরান-সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের
- কব্জিকাটা গ্রুপের অন্যতম প্রধান টুন্ডা বাবু গ্রেফতার
- বৈদেশিক মুদ্রা জামানত রেখে টাকায় ঋণ নেওয়ার সুযোগ
- পবিত্র আশুরা ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি
- পিআর চালু হলে দেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী