আগের সেই জৌলুস নেই। উত্তেজনা নেই। তারপরও ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের কাছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আলাদা একটা আবেদন আছে। সবাই মুখিয়ে থাকে প্রিমিয়ার ক্রিকেটে অংশ নিতে। গতকাল শেষ হয়েছে ২০২৩ সালের প্রিমিয়ার ক্রিকেটের তিন দিনব্যাপী দল-বদল। গতকাল শেষ দিনে চমক ছিল সাকিব আল হাসানের দল-বদল। টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব গতকাল সকালে নাম লিখেছেন মোহামেডান ক্লাবে। গত বছরও তিনি মোহামেডানের ছিলেন। তবে সুপার লিগে খেলেছিলেন বিশেষ ব্যবস্থায় লিজেন্ডস অব রূপগঞ্জে। আসন্ন মৌসুমে সাকিবের মোহামেডানে খেলতে নাম লিখেছেন মোহাম্মদ আশরাফুল। টেস্ট ক্রিকেটের সবচেয়ে বয়োকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল গত মৌসুমে খেলেছিলেন ব্রাদার্স ইউনিয়নে। এবারের দল-বদলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডানকে পেছনে ফেলে চমক দেখিয়েছে নবাগত ঢাকা লেপার্ড। প্রথমবারের মতো প্রিমিয়ার ক্রিকেট খেলতে নেমেই জাতীয় দলের অভিজ্ঞতাপুষ্ট ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে ঢাকা লেপার্ড। দলটিতে খেলবেন রকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জসিম উদ্দিন, জাকিরুল আহমেদ জেম, রায়হান উদ্দিন, মেহরাব হোসাইন জসি, দেলোয়ার হোসেন, মঈন খান, পিনাক ঘোষ, সালাউদ্দিন শাকিল ও জুনায়েদ সিদ্দিকি। আরেক নবাগত দল অগ্রণী ব্যাংক ভিড়িয়েছে সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শরিফুল্লাহ, মিনহাজুর রহমান, শামসুল ইসলাম, নুরুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, এনামুল হক, আজমীর আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, আরাফাত সানি, মার্শাল আইউব, শহীদুল ইসলাম ও জহুরুল ইসলাম অমিকে। ইংল্যান্ড সিরিজ চলাকালীনই প্রিমিয়ার ক্রিকেটে দল-বদল হয়েছে। আবাহনী ভিড়িয়েছে লিস্ট-‘এ’ ক্রিকেট এক মৌসুমে সর্বাধিক রান হাঁকানো এনামুল হক বিজয়কে (১১৩৮)। এছাড়া ডান হাত ফাস্ট বোলার তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম শেখরা রয়েছেন। গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামালে খেলবেন নুরুল হাসান সোহান, ফজলে মাহমুদ রাব্বিরা। আশরাফুল এই মৌসুমের পর ক্রিকেটকে বিদায় জানাবেন, তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
শিরোনাম
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
মোহামেডানে সাকিবের সঙ্গী আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর