অল্পের জন্য ওয়াসিম আকরামের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি স্পর্শ করতে পারেননি কুশল মেন্ডিস। ২৪৫ রানের ইনিংস খেলার পথে ১১টি ছক্কা মেরেছেন তিনি। ১২ নম্বর ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ধরা পড়েন মেন্ডিস। ফলে টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ১২ ছক্কা হাঁকানোর রেকর্ডটি স্পর্শ করতে পারেননি তিনি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ওয়াসিম আকরাম ১৯৯৬ সালে শেখরপুরায় জিম্বাবুয়ের বিপক্ষ ২৫৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ১২টি ছক্কা মেরেছিলেন। ছক্কার রেকর্ড গড়তে না পরলেও ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস। গল টেস্টে মেন্ডিসের সঙ্গে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন নিশান্ত মাদুশাকা। মাদুশাকা ২০৫ রান করেন। দুই ডাবল সেঞ্চুরি এবং অধিনায়ক দিমুথ করুণারতেœ ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৭০৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। এর আগে পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফারের জোড়া সেঞ্চুরিতে ৪৯২ রান করে আয়ারল্যান্ড। আজ টেস্টে পঞ্চম দিন। গতকাল চতুর্থ দিন আয়ারল্যান্ড শেষ করে ২ উইকেটে ৫৪ রান তুলে। হার এড়াতে আজ সারা দিন ব্যাট করতে হবে সফরকারীদের। হাতে ৮ উইকেটে নিয়ে ১৫৮ রানে পিছিয়ে।