দক্ষিণ এশিয়ার বাইরের দেশ হয়েও কুয়েত এবার প্রথমবারের মতো সাফ ফুটবলে অংশ নিচ্ছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৩তম স্থানে আছে কুয়েত। জুনে ভারতের বেঙ্গালুরুতে এ আসর বসার কথা। আট দল নিয়ে সাফ ফুটবল মাঠে নামাতে চায় আয়োজকরা। আগামী ছয় মে সাফের কংগ্রেসে চূড়ান্তভাবে জানান হবে এবারে কয়টি দেশ সাফ চ্যাম্পিয়ন খেলবে।