মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ০০:০০ টা

৭ বছরে ১২ শিরোপা

ক্রীড়া ডেস্ক

৭ বছরে ১২ শিরোপা

গত শতকে ম্যানচেস্টার সিটির সেরা কোচ ছিলেন জো মার্সার। ইংলিশ এই কোচের অধীনে ম্যানসিটি ১৯৬৫ থেকে ১৯৭১ সালের মধ্যে ছয় বছরে ছয়টি ট্রফি জয় করে। জো মার্সারের পর ম্যানসিটি যেন হারিয়েই গিয়েছিল। ইতালিয়ান কোচ রবার্তো মানসিনি ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার আগে এ দলটার কথা তেমন করে কেউ ভাবত না। তবে আরব মালিকের অর্থ আর রবার্তো মানসিনির চেষ্টায় কয়েক বছরের মধ্যে বেশ নাম কুড়িয়ে নেয় ম্যানচেস্টার সিটি। মানসিনির অধীনেই জয় করে একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং কমিউনিটি শিল্ডের ট্রফি। এরপর চিলির কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনি তিন বছর দায়িত্ব পালন করে দলকে উপহার দেন একটি প্রিমিয়ার লিগ ও দুটি লিগ কাপের শিরোপা। ম্যানসিটির সফলতা বলতে এতটুকুই ছিল। ২০১৬ সালে স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলা এসে দলটার পুরো ইতিহাসই বদলে দেন। গত সাত বছরে তিনি জয় করেছেন ১২টি শিরোপা। চলতি মৌসুমেই আরও দুটি জয় করতে পারেন!

পেপ গার্ডিওলার সেরা সময় বার্সেলোনায় কেটেছে। এ ক্লাবের কোচ হিসেবে তিনি জয় করেছেন তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি কোপা দেল রে কাপ, দুটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ এবং তিনটি স্প্যানিশ সুপারকাপ। চার বছরে মোট ১৪টি শিরোপা। এমন রেকর্ড খুব কম কোচেরই আছে। কিন্তু বার্সেলোনা ক্লাব ফুটবলে দারুণ সফল এক ক্লাব। তাদের ছিল এক গৌরবজনক ইতিহাস। এই ক্লাবের খেলোয়াড় হিসেবে ১৫টি শিরোপা জয় করেছেন পেপ গার্ডিওলা। ম্যানচেস্টার সিটির এমন রেকর্ড ছিল না। গত শতকে তারা ছিল গড়পড়তা এক দল। এ দলটাকে তিনি বিশ্বসেরা ক্লাবের মর্যাদা এনে দিয়েছেন। গত ছয় মৌসুমে ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করল পাঁচবার! এ সময়ের মধ্যে লিগ কাপ চারবার, এফএ কাপ একবার এবং কমিউনিটি শিল্ড দুবার জয় করেছে ম্যানসিটি। পেপ গার্ডিওলার এ অবিশ্বাস্য রেকর্ড তাকে ম্যানসিটির ইতিহাসে সেরা কোচের মর্যাদা এনে দিয়েছে। যুগ যুগ ধরে এ ক্লাবের সমর্থকরা গার্ডিওলাকে স্মরণ করবে। তিনিই প্রথমবারের মতো ম্যানসিটিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে গেছেন (২০২০-২১ মৌসুমে)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর