বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা
এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপ

মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নিয়মিত খেলছে। ফুটবলে সম্ভাবনা ক্ষীণই বলা যায়। কিন্তু হকিতে সম্ভাবনা থাকলেও তা আর হয়নি। কর্মকর্তাদের নানামুখী দ্বন্দ্বের কারণে জাতীয় দল এগোতে পারেনি। এখনো সুযোগ আছে বিশ্বকাপে খেলার। তবে জাতীয় দলের নয়, অনূর্ধ্ব-২১ আসর অর্থাৎ জুনিয়র দলেরই বিশ্বকাপ খেলার হাতছানি দিচ্ছে। সেই স্বপ্ন পূরণ হতে পারে এবারই। ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। বাংলাদেশের যুবারাও অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০তে হারিয়ে শুভসূচনাও করেছে। আজ পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে।

 

 

সর্বশেষ খবর