ইংলিশ প্রিমিয়ার লিগে চরম উত্তেজনাপূর্ণ এক ম্যাচ উপহার দিল লিভারপুল-নিউক্যাসল। সোমবার রাতে অলরেড খ্যাত লিভারপুল নিজেদের মাঠ এনফিল্ড স্টেডিয়ামে ৪-২ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। ম্যাচে দুরন্ত পারফর্ম করেছেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। তিনি দুটি গোল করার পাশাপাশি একটি গোলে এসিস্টও করেছেন।
মোহাম্মদ সালাহ অসাধারণ খেলেছেন ম্যাচে। ৪৯ মিনিটে তার গোলেই এগিয়ে যায় লিভারপুল। এরপর আলেক্সান্ডারের গোলে সমতায় ফেরে নিউক্যাসল। ৭৪ মিনিটে কার্টিস জোনস ও ৭৮ মিনিটে কোডি গাকপোর গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। ৮১ মিনিটে নিউক্যাসলের বোটম্যান একটি গোল করে ব্যবধান কমান। সালাহ ৮৬ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করে লিভারপুলের ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। লিভারপুলের জার্সিতে পঞ্চম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫০ গোলের মাইলফলক পাড়ি দিয়েছেন সালাহ। তিনি ২৩৮ ম্যাচে ১৫১ গোল করেছেন। চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ ১৪ গোল করেছেন সালাহ। ১৪ গোল করে তার সমান্তরালে আছেন আরলিং হলান্ড। দুরন্ত এক জয়ের পর লিভারপুলের কোচ জার্গেন ক্লপ বলেছেন, ‘অসাধারণ একটা রাত গেল। আমার ছেলেরা দারুণ খেলা উপহার দিয়েছে। শুরু থেকেই ম্যাচে উত্তেজনা ছিল অনেক।’ ম্যাচের উত্তেজনা নিয়ন্ত্রণ করতে রেফারিকে ৮টি হলুদ কার্ড দেখাতে হয়। নিউক্যাসলের পাঁচ ও লিভারপুলের তিনজনকে হলুদ কার্ড দেখান রেফারি। সোমবারের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে অ্যাস্টন ভিলা। তবে লিভারপুলের মূল প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে তিনে আছে পেপ গার্ডিওলার দল। চলতি মৌসুমের শুরু থেকে আর্সেনাল বেশ দাপট দেখিয়েছে। তবে ধীরে ধীরে তারা নেমে গেছে চার নম্বরে। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল শেষবার চ্যাম্পিয়ন হয়েছে ২০১৯-২০ মৌসুমে। ত্রিশ বছর পর সেবার লিগ শিরোপার স্বাদ পেয়েছিল অলরেডরা। এরপর টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানসিটি। পেপ গার্ডিওলার দল চলতি মৌসুমেও শিরোপা লড়াইয়ে আছে। এবারে কী লিভারপুল তাদের আধিপত্য শেষ করতে পারবে! নাকি ফের ম্যানসিটির ঘরেই যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা!