এএইচএফ জুনিয়র হকিতে বাংলাদেশ ফাইনালে উঠেছে। গতকাল সিঙ্গাপুরে অনুষ্ঠিত আসরের সেমিফাইনালে ৫-১ গোলে চীনা তাইপেকে পরাজিত করেছে। ম্যাচ হারলেও প্রথমে গোল করে এগিয়ে যায় চীনা তাইপে। ওয়ে চেং একক প্রচেষ্টায় গোল করেন। অবশ্য এক মিনিট পরই সমতায় ফেরে বাংলাদেশ। মোহাম্মদ জয় স্বস্তি ফেরান লাল-সবুজ শিবিরে। আমিরুল ইসলাম ১৬ ও ৩১ মিনিটে জোড়া গোল করেন। মাঝে ২৩ মিনিটে আবদুল্লাহ আক্রমণ থেকে আরও একটি গোল করেন। ৫৮ মিনিটে নিজের তৃতীয় গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন। বাংলাদেশ আজ ফাইনালে মুখোমুখি হবে। গত আসরে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। জুনিয়র হকিতে বাংলাদেশ বরাবরই ভালো করে। সিনিয়র এশিয়া কাপে সরাসরি খেললেও কখনো সেমিফাইমালে উঠতে পারেনি। অবশ্য ফেডারেশনের কর্মকর্তা আশা করছেন পরিকল্পনা করে এগুলে অসম্ভবকে সম্ভব করা যাবে।