ইউরো চ্যাম্পিয়নশিপের খেলা বাকি মাত্র একটি। আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাতে ইউরো সেরার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও স্পেন। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে দুই ফাইনালিস্টের একটি স্পেন তিনবারের চ্যাম্পিয়ন এবং ইংল্যান্ডের সামনে ইতিহাস গড়ার হাতছানি। দুই দলই সেমিফাইনালে টানটান উত্তেজনার ম্যাচ শেষে ফাইনাল খেলছে। স্পেন না ইংল্যান্ড- চ্যাম্পিয়ন হবে কোন দল? একই সঙ্গে গোল্ডেন বল ও গোল্ডেন বুট জিতবেন কোন ফুটবলার, এখনো নিশ্চিত নয়। তবে ‘গোল্ডেন বুট’ জয়ের লড়াইয়ে রয়েছেন ছয় ফুটবলার। সাদা চোখে চার ফুটবলার- নেদারল্যান্ডসের কডি গাকপো, জার্মানির জামাল মুসিয়ালা, জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে ও স্লোভাকিয়ার ইভান শ্রানজের কোনো সম্ভাবনা নেই আর গোল করার। তাদের দল বিদায় নিয়েছে আসর থেকে। গোলের সুযোগ রয়েছে দুই ফাইনালিস্ট স্পেনের দানি আলমো ও ইংল্যান্ডের হ্যারি কেইনের। ছয় ফুটবলারের গোল ৩টি করে। আলমো ও কেইন ফাইনাল খেলবেন। দুজনের যে বেশি গোল করবেন, তিনি জিতবেন গোল্ডেন বুট।