অনুশীলনে নেমেছেন ক্রিকেটাররা। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়ায় ক্রিকেটাররা মাঠে নামতে পারেননি। অবশেষে পরিস্থিতি শান্ত হয়ে আসায় গতকাল থেকে ফের অনুশীলনে নেমেছেন ক্রিকেটাররা। গতকাল মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটাররা ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন পূর্ণ নিরাপত্তায়। ক্রিকেটারদের অনুশীলন নিয়ে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আজকে (গতকাল) আমরা এ দলের অনুশীলন শুরু করেছি। গত ৩-৪ দিনের অবস্থার কারণে আমাদের ফ্যাসিলিটিজের কী অবস্থা সেটাও বুঝতে পারছিলাম না। মাঠকর্মীরা নিয়মিত কাজ করতে পারছিলেন না। স্টেডিয়ামে এসে দেখলাম মাঠকর্মীরা সব প্রস্তুত রেখেছেন। তাই এ দলের অনুশীলন শুরু করতে পেরেছি।’ অনুশীলনে নামার আগে ক্রিকেটাররা ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া করেন।
আইসিসি চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে ১৬ আগস্ট ঢাকা ছাড়ার কথা বাংলাদেশের। কবে যাবে এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে বিসিবির কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। বিসিবির কোনো পরিচালক মিরপুর স্টেডিয়ামে আসছেন না। অবশ্য দেশের পরিস্থিতি ঠান্ডা হয়ে আসায় নির্ধারিত সময়ে ঢাকা ছাড়বে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা। শান্ত বাহিনী রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে ২১-২৫ আগস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে করাচিতে। সফরের স্ক্যাজুয়াল ঠিক আছে। কিন্তু সফরের জন্য এখনো স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। টাইগারদের আগে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ‘এ’। ১০ আগস্ট ইসলামাবাদ যাবে ‘এ’ দল। সেখানে ২টি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলবে।
‘এ’ দলের সফর চার দিন পিছিয়েছে। আগের স্ক্যাজুয়ালে তারিখ ছিল ৬ আগস্ট। এখন ১০ আগস্ট যাবেন ক্রিকেটাররা। সফরের সব খেলা হবে ইসলামাবাদে। প্রথম চার দিনের ম্যাচ ১৩-১৬ আগস্ট এবং দ্বিতীয় চার দিনের ম্যাচ ২০-২৩ আগস্ট। ওয়ানডে তিনটি যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট। ‘এ’ দলের ব্যানারে মুশফিকুর রহিম, মুমিনুল হকসহ কয়েকজন টেস্ট ক্রিকেটার পাকিস্তানে যাবেন আগে। অবশ্য হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট এখন অস্ট্রেলিয়ার ডারউইনে অবস্থান করছে। বর্তমানে সেখানে তিন দলের টি-২০ টুর্নামেন্ট খেলছে।পাকিস্তান সফরে জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে আজ। জাতীয় দলের কোচিং স্টাফের সবাই এখন ঢাকায়। সর্বশেষ ঢাকায় আসেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরাসিংহে। তার আগে এসেছেন আন্দ্রে এডামস, ডেভিড হেম্প, নিক পোথাসরা। এদের নিয়ে পূর্ণ উদ্যমে অনুশীলনে নামবেন কোচ হাথুরাসিংহে। আজ জাতীয় দলের অনুশীলন শুরু হবেন বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের যে সাপোর্ট স্টাফ, গত ১ আগস্ট থেকেই তারা সবাই ঢাকায় আছেন। তারা অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন। আমরা যদি অনুশীলন শুরু করতে পারি, তাহলে তারা অবশ্যই অনুশীলনে থাকবেন। আশা করি, আগামীকাল (আজ) জাতীয় দলের অনুশীলন শুরু করতে পারব।’