ডাইভিংয়ে ৩ মিটার স্প্রিংবোর্ডে সোনা জয় করেছেন চীনের জি সিয়ি। ডাইভিংয়ে অনুষ্ঠিত সাতটি ইভেন্টেই সোনা জিতেছে চীন।