গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ারের সঙ্গে ধাক্কা লেগে পায়ে আঘাত পান এবাদত হোসেন। এরপর মাঠের বাইরে ছিলেন অনেক দিন। গত বছরের আগস্টে লন্ডনে তার পায়ের অস্ত্রোপচার করা হয়। এরপর চলতি বছরের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে ফিরেন এবং দারুণ বোলিং করেন। যদিও জুনে টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ পাননি। সুযোগ না পেলেও রিহ্যাব করে নিজেকে শতভাগ সুস্থ করছেন। এখন মাঠে নেমেছেন এবং বোলিং করছেন।
গতকাল মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘রানিং করলাম। ফিটনেসের কাজ করলাম। ব্যাটিং করেছি। এক-দেড় মাস পর বোলিং করলাম। বোলিংয়ের মাত্রা ছিল ৭০-৮০ শতাংশ। আমার টার্গেট ভারতের বিপক্ষে সিরিজ।’