অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-২০ সিরিজে টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরল বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। গতকাল ডারউনে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে ৬ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল। টস জিতে ব্যাট করতে নেমে ক্যাপিটাল তুলেছিল ২০ ওভারে ১২৪ রান। ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায় এইচপি।
টপ অ্যান্ড সিরিজের নিজেদের প্রথম জয়ের পর টানা দুই ম্যাচ হারে এইচপি। দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে হারার পর বুধবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে আকবররা ৮ উইকেটে হারে। জয়ের কৃতিত্বটা বোলারদেরই। অস্ট্রেলিয়ান ক্যাপিটালকে ১২৪ রানে আটকে দেওয়ায় ব্যাটারদের জন্য কাজটা সহজ করে দিয়েছেন বোলাররা। ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন স্পিনার রিপন মন্ডল। ২৬ রানে আবু হায়দার নেন ২ উইকেট। লক্ষ্য তাড়া করতে গিয়ে ওপেনিং জুটিতে আসে ৫১ রান। ৩৬ বলে ৫০ রান করেন জিশান। পারভেজ ২৩ ও আফিফের ব্যাট থেকে আসে ১৭ রান।