মিরপুরের উইকেট ভীষণ পরিচিত টাইগার অধিনায়ক নাজমুল হোসেনের। তারপরও গতকাল অনেকটা সময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন উইকেট। কখনো আঙুল টিপে, কখনো উইকেট ঘষে। বুঝতে চেষ্টা করেন, উইকেটের আচরণ কেমন হবে? আধা ঘণ্টার মতো উইকেট দেখে কোচ ফিল সিমন্সকে নিয়ে কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলেন। কিউরেটর কী বলেছেন বোঝা যায়নি। কিন্তু কপালে চিন্তার ভাঁজ ছিল। কারণ একেবারে নতুন করে উইকেট বানানো হয়েছে। গত ডিসেম্বরের পর এই উইকেটে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি টাইগাররা। নতুন উইকেটে বল ইভেন, আন ইভেন, পেস সহায়ক নাকি স্পিননির্ভর হবে-তা বোঝা যায়নি। দক্ষিণ আফ্রিকার কোচ অ্যাশওয়েল প্রিন্স গতকাল স্পষ্ট করে বলেছেন, ‘উইকেট মনে হচ্ছে নতুন। বল কেমন আচরণ করবে, তা বলা কঠিন।’ টাইগার অধিনায়ক নাজমুল শান্ত বলেন, ‘টিপিক্যাল উইকেট। পুরোপুরি কালো নয়। উইকেটে স্পিনাররা সুবিধা পাবেন কোনো সন্দেহ নেই।’ উইকেট ধূসর রঙের। কালো নয়। ধূসর উইকেটে শুরুতে পেসাররা একটু সহায়তা পান। বল ইভেন বাউন্স থাকে। তবে বল একটু ধীরগতিতে আসে। শেষ দুই দিন স্পিনাররা সহায়তা পাবেন পুরোপুরি। টাইগার স্কোয়াডে রয়েছেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান এবং সাকিবের পরিবর্তে হাসান মুরাদ। পেসার হিসেবে রয়েছেন ‘স্পিড স্টার’ নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা রয়েছেন। রয়েছেন ম্যাচ উইনিং স্পিনার কেশব মহারাজ। স্কোয়াড কাটাছেঁড়া করলে দেখা যায়, দুই দলই প্রস্তুত টেস্ট জিততে। মিরপুরে সর্বশেষ টেস্ট হয়েছে ১০ মাস আগে। গত ডিসেম্বরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি ছিল লো-স্কোরিং। দুই দলের চার ইনিংসে দুইশোর্ধ্ব ইনিংস ছিল না। দুই দলের ব্যাটারদের মধ্যে হাফ সেঞ্চুরি মাত্র দুটি। উইকেটের পতন হয়েছিল ৩৬টি। কিউই স্পিনাররা নিয়েছিলেন ১৭টি এবং টাইগার স্পিনাররা নেন ১৩ উইকেট। ১০ মাস আগের টেস্টের ফল বলছে মিরপুর স্টেডিয়ামের উইকেট দুই হাত উজাড় করে দেয় স্পিনারদের।
শিরোনাম
- শীতলক্ষ্যা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
- বীরের দেশ বাংলাদেশ বিশ্বে স্বমহিমায় প্রতিষ্ঠা লাভ করবে : রাষ্ট্রপতি
- কুতুবদিয়ায় তিন জেলে নিখোঁজ
- নাটোরে পুলিশের অভিযানে আটক ৩১
- স্বর্ণের কানের দুলের জন্য স্কুলছাত্রীকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
- আন্তর্জাতিক ও বিদেশি ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
- আইসিইউতে বিখ্যাত তবলাবাদক জাকির হুসেন
- নেপাল কাবাডি লিগে দল পেলেন ৫ বাংলাদেশি
- বরিশাল মেডিকেলের ব্লাড ব্যাংকের তিন ক্লাব তালাবদ্ধ
- মালয়েশিয়ার ইসলামী দলের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক
- ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে: গোলাম পরওয়ার
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু পহেলা জানুয়ারি, পরীক্ষা এপ্রিলে
- বাউবির এইচএসসির (নিশ-১) ফল প্রকাশ
- পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ
- ব্যাংকের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ
- বাংলাদেশের মাটি ও পতাকা রক্ষা করার দায়িত্ব আমাদের: বাউবি উপাচার্য
- ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
- সিলেটে তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ
- ‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, চোখ কান খোলা রাখতে হবে’
- সৌদিতে 'রেড সি' চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন যারা