২০২৬ বিশ্বকাপে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের আগের ম্যাচে দুরন্ত খেলে টেবিলের শীর্ষে থাকা লিওনেল স্কালোনির দল উরুগুয়েকে ১-০ গোলে হারায়। অন্যদিকে বেশ বেগ পেতে হচ্ছিল ব্রাজিলকে। তবে শেষ ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে একটু প্রাণ ফিরে পায় দরিভাল জুনিয়রের দল। পরের ম্যাচেই মুখোমুখি হওয়ার কথা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিলকে। তাই দুই দলের খেলোয়াড়, কোচ, সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল বাড়তি। বিশ্বকাপে জায়গা করতে পাঁচ ম্যাচে মাত্র ১ পয়েন্টের অঙ্ক ছিল মেসিহীনা আর্জেন্টিনার সামনে। কিন্তু ম্যাচ শুরুর আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার সুখবরটা এসেছিল আর্জেন্টিনা শিবিরে। দিনের শুরুতে উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া গোলশূন্য ড্র করলে শীর্ষ ছয়ে জায়গা শক্ত করে বসে স্কালোনির সতীর্থরা। ফলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শুরুর আগে থেকেই এস্তাদিও মনুমেন্টালের পরিবেশ উৎসবে পরিণত হয়। আর এদিকে লড়াইটা যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে, তাই কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ ছিল না। সেই আত্মবিশ্বাসেই ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে মূলপর্বের আগেই নিজেদের শক্তিমত্তার আরও একবার জানান দিল বর্তমান চ্যাম্পিয়নরা। এ জয়ের মধ্য দিয়ে চার ম্যাচ হাতে রেখেই আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলা নিশ্চিত করল নীল-সাদার দল। জাদুকর মেসি না থাকলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি আলবেসিলেস্তেদের। দলের হয়ে গোল করেন খুলিয়ান আলবারেস, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার এবং গিউলিয়ানো সিমিওনে। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্কালোনির দল। দুই দলের মধ্যে ১৭ বার ৪ গোল বা তার বেশি গোল করে ম্যাচ জিতেছে কেউ না কেউ। সবশেষ ২০১২ সালে দলটির বিপক্ষে ৩-৪ গোলের জয় পায় আর্জেন্টিনা। আর ব্রাজিল ২০০৫ সালে সবশেষ ৪-১ গোলের জয় পেয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। এখন পর্যন্ত দুই দলের ১১৫ বারের মুখোমুখিতে ব্রাজিল ৪৬ জয়, আর্জেন্টিনা ৪৩ জয় এবং ২৬টি ম্যাচ ড্র হয়েছে। ম্যাচের আগে আর্জেন্টিনাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন রাফিনিয়ারা। তবে জয়ের পর আলবারেস বলেন, আমরা নিজেদের কাজটা করেছি এবং দারুণ একটি ম্যাচ খেললাম। ওদেরকে দারুণ প্রদর্শনী দেখিয়ে দিলাম। এদিকে ব্রাজিলের কোচ দরিভালও মেনে নিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বীরা ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে। জয়টা আর্জেন্টিনারই প্রাপ্য ছিল বলে মন্তব্য করেন ব্রাজিলের কোচ।
শিরোনাম
- রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করছেন চীনারা, অভিযোগ জেলেনস্কির
- পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
- বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক
- নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচালের ষড়যন্ত্র চলছে : প্রিন্স
- পারভেজ হত্যা মামলার আরেক আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- 'পুরো ম্যাচটা আমি একা হারিয়ে দিয়েছি'
- ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘অন্তর্বর্তী সরকার এসেছে একটি ঐতিহাসিক ধারার মধ্য দিয়ে’
- টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার
- পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গ্রেফতার
- আইপিএলে আজ থাকবেনা চিয়ারলিডার, বন্ধ আতশবাজি
- সীমান্তের সব ভিডিও সত্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের লড়াই চলবে : রুমিন ফারহানা
- 'থালা আছেন, কামব্যাক শুধু সময়ের অপেক্ষা'
- প্রথম বাংলাদেশি হিসেবে মিরাজের রেকর্ড
- কালের কণ্ঠের সাংবাদিকের মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিএমএসএফের
- যুক্তরাষ্ট্র কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতি করছে, অভিযোগ চীনের
- কাশ্মীরে ভয়াবহ বন্দুক হামলা নিয়ে যা বললেন সালমান খান
- ক্যাটরিনার মন ভেঙে দেন বলিউডের যে অভিনেতা!
- শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমিটি গঠনের ঘোষণা