শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হেরে শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগার যুবারা। লঙ্কানদের মাটিতে টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে নেয় আজিজুল হাকিম তামিমের দল। পরে সিরিজের পঞ্চম ম্যাচের হার সিরিজ জেতার পথে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয় যুবাদের। সিরিজ জিততে হলে শেষ ম্যাচে গতকাল জিততেই হতো বাংলাদেশকে। তবে শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের যুবারা ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ট্রফি নিয়ে দেশে ফিরবে।
গতকাল কলম্বোতে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বড় সংগ্রহের পথে ছিল বাংলাদেশের যুবারা। টস জিতে ব্যাট করতে নেমে ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান করেছিলেন আজিজুল হাকিম তামিমরা। ম্যাচে ৬ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি আজিজুল। ১১১ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেন ৯৪ রানের ইনিংস। সিরিজে গতকালের ইনিংসসহ দুটি ষাটোর্ধ্ব অপরাজিত ইনিংসে ৭০.২৫ গড়ে আজিজুলের সংগ্রহ ২৮১ রান। ম্যাচে হাফ সেঞ্চুরির খুব কাছে ছিলেন রিজান হোসেন। ২ চার ও ১ ছক্কায় ৬৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন রিজান। তবে সিরিজে সর্বোচ্চ রান আজিজুলের নয়, প্রথম চার ম্যাচে দুটি সেঞ্চুরি করা জাওয়াদের। ৬০.৪০ গড়ে এ ওপেনার করেন ৩০২ রান। গতকাল শেষ ম্যাচে ফিরেন শূন্য রানে। এ ছাড়া কালাম সিদ্দিকী ৩১ ও আবদুল্লাহ ৫* রান করেন। পরে টানা বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। এতেই ছয় ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।