দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে হঠাৎ দলে অন্তর্ভুক্ত করেছে। অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় বাংলাদেশের এ কাটার মাস্টারকে দলে টেনেছে দিল্লি। তবে মুস্তাফিজ আইপিএল খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় ছিল। কেননা দুটি টি-২০ ম্যাচ খেলতে তিনি এখন আরব আমিরাতে রয়েছেন। এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে আইপিএল খেলার অনুমতি দেবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল। শেষ পর্যন্ত অনুমতি মিলিছে তার। বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। মুস্তাফিজ সিরিজ শেষ করেই আইপিএল খেলতে পারবেন।
১৭ ও ১৯ মে আমিরাতে বাংলাদেশের দুটি খেলা। আবার ১৮ মে আইপিএলে দিল্লির খেলা রয়েছে। তাই সে ম্যাচ খেলার প্রশ্নই ওঠে না। বিসিবি মুস্তাফিজকে অনুমতি দিয়েছে ২১ ও ২৪ মে দুটি ম্যাচে। দিল্লি এখন পয়েন্ট তালিকায় পাঁচ-এ রয়েছে। এখনো তাদের প্লে-অফে খেলার সুযোগ রয়েছে। যদি দিল্লি জায়গা করে নেয় তাহলে কি বিসিবি নতুন করে অনুমতি দেবে মুস্তাফিজকে?