পাক-ভারত সংঘাত পরিস্থিতির পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অনেক বিদেশি ক্রিকেটার ভারত ছেড়ে দেশে ফেরেন। এমন পরিস্থিতিতে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে ডাক পান বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। সেজন্য তাঁকে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলতে ছাড়পত্রও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইপিএলে দিল্লির এখনো তিন ম্যাচ বাকি। দলটির প্লে-অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে। এদিকে আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলছে বাংলাদেশ দল। তাই আগের দিন প্রথম ম্যাচে ১৭ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন মুস্তাফিজ। জয় নিশ্চিত করেই ভারত পৌঁছান এ পেসার। গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামেন। কে এল রাহুলের ১১২ রানে ভর করে ১৯৯ রান করে দিল্লি। কিন্তু ১০ উইকেটের জয় পায় গুজরাট। ওপেনার সাঁই সুদর্শনের ৬১ বলে ১০৮ ও শুভমান গিলের ৫৩ বলে ৯৩ রানের ইনিংসে লক্ষ্যে পৌঁছে যায় তারা। মুস্তাফিজ ৩ ওভার বল করে দেন ২৪ রান।
সাকিব আল হাসানের মতো এখন মুস্তাফিজও হয়ে উঠেছেন বাংলাদেশের মুখ। জাতীয় দলের হয়ে ২০১৫ সালে অভিষেকের পরের বছরই সানরাইজ হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার ডাক পান। সেবার দলকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূূর্ণ ভূমিকা রাখেন বাঁ হাতি এ পেসার।