গত চার আসরে তিনবারের চ্যাম্পিয়ন বার্সেলোকে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা উইমেনস চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল আর্সেনাল। শনিবার পর্তুগালের লিসবনে কাতালান মেয়েদের ১-০ গোলে হারিয়ে ইউরো সেরার ট্রফি উঁচিয়ে ধরে ইংলিশ ক্লাবটি। গত সাত বছরের মধ্যে ছয়বার ফাইনাল খেলা বার্সার চাপের সামনে একমাত্র গোলটি করেন সুইডিশ ফরোয়ার্ড স্টিনা ব্লাকস্টেনিউস। গত ১৮ বছরের মধ্যে এই প্রথম ইউরোপ সেরার ট্রফি জিতল আর্সেনাল। টুর্নামেন্টের আগের সংস্করণ উয়েফা উইমেনস কাপে নিজেদের প্রথম শিরোপা উঁচিয়ে ধরেছিল তারা।